আগামীকাল ফিরতি লেগে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এই মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপের যাত্রা শুরু করেছিলো অস্কার ব্রুজনের শিষ্যরা। তবে শুরুটা মোটেও সুখকর হয় নি তাদের জন্য। প্রথম ম্যাচেই মাজিয়ার মাঠে মাজিয়ার কাছে ৩-১ এ হারতে হয়েছিলো, এবং এবারের আসরে এটিই কিংসের একমাত্র হার। তাই আগামীকাল ম্যাচে প্রতিশোধের পাশাপাশি পূর্ণ তিন পয়েন্ট নিতে চায় কিংসের কোচ অস্কার ব্রুজন।
আগামীকালের ম্যাচটি অস্কারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাজিয়ার বিপক্ষে জিতলে পরবর্তী রাউন্ডে এক পা দিয়ে রাখবে কিংস। তাই দলের প্রতিটি খেলয়াড় নিবিড়ভাবে এই ম্যাচে জন্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অস্কার। তিনি বলেন,
“কাল আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই কাল ভালো করতে চাইছে। নিজেদের খেলাটা খেলতে চাইছে। ম্যাচটি সহজ হবে না। এই ম্যাচটির জন্য আমরা এক সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করে যাচ্ছি। মাজিয়ার শক্তির দিক ছাড়াও দুর্বলতা খোঁজা হচ্ছে।”
তবে মাজিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ কিংসের ডেরায়। এই ম্যাচে ইঞ্জুরির কারণে না খেলার শংকায় কিংসের প্রাণভোমরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। ইনজুরির কারণে তার
পেশিতে চোট রয়েছে। তবে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত খেলানোর সর্বোচ্চ চেষ্টা করবে। যদি তা সম্ভব না হয় তবে প্ল্যান বি‘তে যাবে অস্কার। সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছেন,
“আমরা দলের ভেতরের খবর বাইরে বলতে চাই না। আমরা চোটের মতো কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। সূচিটা এমনিতে কঠিন। রবিনহো আমাদের অধিনায়ক। সে অন্যতম চালিকা শক্তি। রবিনহো বড় ম্যাচগুলোতে নিজের পারফরম্যান্স দেখিয়ে আসছে। আমরা ম্যাচ শুরুর আগ পর্যন্ত সবকিছু দেখবো। যদি নিয়মিত অধিনায়ককে না পাওয়া যায় তাহলে অন্য সমাধান আছে। তখন প্লান বি অনুযায়ী কাজ হবে।”
আগামীকালের ম্যাচ নিয়ে কোচের পাশাপাশি খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। পূর্ববর্তী ম্যাচের ফলাফল তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এই আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে দলের মিডফিল্ডার সোহেল রানার কণ্ঠে। সংবাদ সম্মেলনে সোহেল বলেন,
“যখন আমরা এএফসি কাপ শুরু করেছি, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল ভালো কিছু করতে হবে। এই মুহূর্তে আমরা গ্রুপে ভালো অবস্থানে আছি। কালকের ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাচ জিতে যাই, তাহলে গোলের দিকটিও ভাবতে হবে। কীভাবে মাজিয়ার বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে আমরা কোচের সঙ্গে কাজ করছি। সবাই ভালো পারফর্ম করার জন্য অপেক্ষায় আছে।”