বাংলাদেশের ফুটবলে বর্তমানে উন্নতি কোথায় হচ্ছে এমন প্রশ্নের উত্তরে সবার আগে আসবে নারী ফুটবলারদের নাম। গত কয়েক বছর যাবত মাঠে নিজেদের সেরাটা দিতে সবার দৃষ্টিতে পড়েছেন বয়সভিত্তিক নারী ফুটবল দলের খেলোয়াড়রা। তবে শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ তাদের মাঠের কীর্তির নয়, বরং পড়ালেখা ময়দানে তাদের সাফল্যের কথাই বলতে এসেছি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন জাতীয় দলের ১০ জন খেলোয়াড়।মাঠের পাশাপাশি সমানতালে পড়াশোনাটাও চালিয়ে নিচ্ছেন তারা। সাফল্যের সাথেই মাধ্যমিকে উর্ত্তীর্ণ হয়েছেন ৮ জন। দলের খেলোয়াড়দের মধ্যে পরীক্ষা দিয়েছিলেন খেলোয়াড় আঁখি খাতুন, রেহানা আক্তার, রিতু চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়র। রয়েছেন আনাই মোগিনী, তহুরা আক্তার, মাহফুজা আক্তার, সাজেদা আক্তার ও সিরাত জাহান স্বপ্না। তাদের মধ্যে তহুরা ও শামসুন্নাহার জুনিয়র ছাড়া বাকি সবাই উত্তীর্ণ হয়েছেন।
বিকেএসপি থেকে মানবিক বিভাগে ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন। একটি সংবাদ মাধ্যমকে তিনি এই সাফল্যের পর জানান, ‘অনেক চাপের মধ্যে থেকে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। পরীক্ষাও দিয়েছি অনেক কষ্ট করে। এভাবে ভালোভাবে পাস করবো তা অবশ্য চিন্তা করিনি। আমার পরিশ্রম স্বার্থক হয়েছে।’
মহিলা লীগের খেলার মধ্যেই হয়েছিলো মাধ্যমিক পরীক্ষা। তার ক্লাব বসুন্ধরা কিংস থেকে ছুটি নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করেন আঁখি। পরিশ্রম করে খেলার পাশাপশি লেখাপড়া চালিয়ে যেতে চান তিনি, ‘আমার বাবা-মার বড় স্বপ্ন আমি একসময় লেখাপড়া করে শিক্ষিত মানুষ হবো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে। যদি সুযোগ পাই, তাহলে সেনাবাহিনীতেও চাকরি করতে চাই।’