বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াচ্ছে জেএফএ নারী অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক পর্ব।

এবারের আসরে খেলা প্রতিটি দল ২৫ হাজার টাকা করে অংশগ্রহন ফি পাচ্ছে। আর যে ৬ টি জেলা প্রথম রাউন্ড আয়োজন করছে তারা পাবে ৩০ হাজার টাকা করে। এবারের আঞ্চলিক পর্বের আয়োজক জেলা ৬টি হচ্ছে মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, ফেনী, যশোর ও জামালপুর। ৬ ভেন্যুতে অংশ নিচ্ছে ৩০ টি জেলা। উদ্বোধনী দিনে মাদারীপুর স্টেডিয়ামে ফরিদপুর খেলবে গোপালগঞ্জের বিপক্ষে।

এই টুর্নামেন্ট থেকে নারী ফুটবলার খুঁজে পাওয়ার আশা নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের আসলে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এখান থেকে আমরা খেলোয়াড় বাছাই করে থাকি। প্রতিটি ভেন্যুতে বাফুফের কোচ থাকবেন। তারা সব খেলা দেখে খেলোয়াড় বাছাই করবেন। বাছাই করা খেলোয়াড়দের আমরা ঢাকায় এনে চূড়ান্ত ট্রায়ালের ব্যবস্থা করি। সেই ট্রায়ালে যারা টিকে যান তাদেরকে বাফুফের একাডেমিতে ওঠানো হয়। এভাবেই আমাদের প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলে আসছে।’

Previous articleএপ্রিলের শেষ দশকে মাঠে গড়াচ্ছে মহিলা লীগ
Next articleফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরছে ফুটবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here