শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্ণামেন্ট। আজ ২২ শে ডিসেম্বর বৃহস্পতিবার টুর্ণামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মেজবাহ উদ্দিন।
টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টুর্ণামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। ম্যাচের রেগুলেশন টাইমের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে সিলেট বিভাগ।
আগামীকাল মাঠে গড়াবে ঢাকা,রাজশাহী, বরিশাল, খুলনা,রংপুর এবং চট্টগ্রাম বিভাগের ম্যাচ। জাতীয় পর্যায়ের এই টুর্ণামেন্ট থেকে প্রতিভাবান ৪০ জন করে তরুণ ও তরুণীকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে।