পুরো দেশ জুড়ে জোন ও জোনাল পর্ব শেষ করে ঢাকায় আজ শুরু হয়েছে ফিফার অর্থায়নে ‘বাফুফে একাডেমি কাপ ২০২৩-২৪’ এর চূড়ান্ত পর্ব। ২৪ টি জোনে বিভক্ত হয়ে ১৬৮ টি ফুটবল একাডেমি অংশ নেয় অনুর্ধ্ব ১৫ বয়সী এই টুর্নামেন্টে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দুপুরে উদ্বোধন হয় একাডেমি কাপের চূড়ান্ত পর্বের খেলার। উদ্বোধনের বাফুফের কর্তাব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন বাফুফে এলিট একাডেমির নতুন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার।
উদ্বোধনী খেলায় চট্টগ্রামের আনোয়ারা ফুটবল একাডেমিকে ৭-২ গোলে পরাজিত করে ঢাকার গোপালগঞ্জ ফুটবল একাডেমি। গোপালগঞ্জের হয়ে হ্যাট্রিক করে ইকবাল ও তৌসিফ। দিনের অন্য ম্যাচে চট্টগ্রামের রামপুর ফুটবল একাডেমি ও নোয়াখালীর স্টার ফুটবল একাডেমির মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়।
টুর্নামেন্ট জুড়েই রয়েছে বেশি বয়সী ফুটবলার খেলানোর অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন একাডেমির কর্মকর্তা বলেন,
‘বেশি বয়সী ফুটবলারদের অংশগ্রহনে টুর্নামেন্টটি তার মূল লক্ষ্য থেকে ইতিমধ্যেই সরে গিয়েছে। এখন খেলাগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতার মতোই।’
এই বিষয়ে মাঠে কর্তব্যরত বাফুফে’র একজন টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে অপারগতা জানান।