করোনাভাইরা মহামারীতে মেয়েদের ফুটবল লিগ স্থগিত। নারীদের জাতীয় দলের আবাসিক ক্যাম্পও বন্ধ রয়েছে।তবে মেয়েদের অনুশীলনও বন্ধ নেই। প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ক্যাম্পের নারী ফুটবলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের ফিট রাখার পরামর্শ দিচ্ছেন।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী একটি জিমে ফিটনেস ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘বাড়িতে ফিটনেস ধরে রাখাটা খুব কঠিন। কারণ এখানে ব্যায়াম করার মতো পর্যাপ্ত জায়গা নেই। কোনও জিম সরঞ্জামও নেই। তবে আমাদের কোচের (গোলাম রব্বানী ছোটন) নির্দেশনা অনুযায়ী ডায়নামিক স্ট্রেচিং, কোর এক্সারসাইজগুলি করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। কখনও কখনও বাড়ির কাছাকাছি জিমে গিয়ে দৌড়াই, সাইক্লিংও করে থাকি।’
তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলছেন, ’এখন বাড়িতেই প্রায় সময়টা কাটে; খাই, ঘুমাই আর স্ট্রেচিং করি। খুব একটা বেশি বাইরে যাওয়া হয় না। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি।’ তবে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি, ‘ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আবার যখন খেলা শুরু হবে, তখন যেন ফিট হয়েই মাঠে নামতে পারি। আশায় আছি, শিগগিরই আমরা মাঠে ফিরতে পারবো। লিগে খেলতে পারবো।’