গত ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দলের এই সাফল্যে দেশের ফুটবল প্রেমীদের সঙ্গে দারুন খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। তাইতো পুরো দলকে বড় অঙ্কের বোনাস প্রদানের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মাস তিনেক আগে ভারতে সাফের সেমিফাইনালে খেলার জন্য ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হয়েছিল। এবার মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় ৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন জামালরা!
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারলেই বাংলাদেশ দলকে বোনাস দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাসের অঙ্কও ঠিক করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সভা শেষে বলেছেন, ‘এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি। আমরা যাদের সঙ্গে খেলবো তারা আরও বেশি পেয়ে থাকে। আমরা টাকা জোগাড় করে বোনাস দেবো।’
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার দিনের ব্যবধানে ঢাকায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে। এই ম্যাচগুলোতে ভালো করতে পারলে বোনাস চলমান রাখার আশ্বাস দিয়ে কাজী সালাউদ্দিন আরো বলেন, ‘অস্ট্রেলিয়া, ফিলিস্তন ও লেবাননের বিপক্ষে ভালো করলে অবশ্যই আরো বেশি বোনাস হবে।’