বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ ও ১৬ নভেম্বর ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোকে সামনে রেখে আজ থেকে দলের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। ইন্টার কন্টিনেন্টাল হোটেলে প্রাথমিক তালিকা থেকে ১৫ জন খেলোয়াড় আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন।
জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সংবাদ মাধ্যমে বলেন, ‘মালদ্বীপ দল দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাদের শক্তির বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা একটি ভালো দল। তাদের বিপক্ষে জয়লাভের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’
তবে, অসুস্থতার কারণে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ আজ ক্যাম্পে যোগ দিতে পারেননি। তার পরিবর্তে সাফ অনূর্ধ্ব-২০ বিজয়ী স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা জাতীয় দলে যুক্ত হয়েছেন। আগামীকাল শনিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ দল মাঠে অনুশীলন শুরু করবে।
বিগত ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে তেমন একটা ভালো করতে পারে নি বাংলাদেশ দল। বিশেষ করে ভুটানের বিপক্ষে সেপ্টেম্বরে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে জয় লাভ করলেও, পরবর্তী ম্যাচেই ১-০ গোলে পরাজিত হতে হয়েছে তাদের।
আশার আলো হচ্ছে হোম ম্যাচে বাংলাদেশ দল যেকোন দলের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতা করে। এর প্রমাণ আমরা পাই অস্ট্রেলিয়ার মত বড় দলের কাছে বড় ব্যবধানে না হারা এবং লেবানন এর সাথে এক এক গোলে ড্র করা। যদি বাংলাদেশ দল সহজ সুযোগ গুলো কাজে লাগাতে পারতো ফিলিস্তিন ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। এইসব সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। সামগ্রিকভাবে, বাংলাদেশ দলকে আরও দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তাদের কৌশলগত উন্নয়নের প্রয়োজন রয়েছে, বিশেষ করে এশিয়ার শক্তিশালী দলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য