বাঁচা মরার ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র দিয়ে খুশি থাকতে হলো বাংলাদেশকে। আজ সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপে গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে লিড পেলেও পরবর্তী ১-১ গোলে ড্র দিয়ে খেলা শেষ করে বাংলাদেশ দল। এতে করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতই এখন বাংলাদেশের ভরসা।

গতম্যাচে ভারতে বিপক্ষে প্রথম ম্যাচ মাঠে নামে সাইফুল বারী টিটুর শিষ্যরা। প্রথম ম্যাচে ভারতের সাথে ভালোই লড়াই চালিয়ে গিয়েছিলো লাল-সবুজের প্রতিনিধিরা; কিন্তু শেষ মুহুর্তে গোলে ১-০ তে জয় পায় ভারত। ভারতের বিপক্ষে হারের ফলে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জয় বাংলাদেশের জন্য একমাত্র পথ হয়ে দাঁড়ায়।

জয়ের লড়াইয়ে নামলেও ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারে নি বাংলাদেশ দল, নিজেদের রক্ষণও আগলে রেখছিলো তারা। এতে করে মালদ্বীপে খেলোয়াড়েরাও গোল আদায় করে নিতে পারে নি। ম্যাচে প্রথম লিড পায় বাংলাদেশ, ৪৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে মোর্শেদ আলীর অনবদ্য শটে গোলের দেখা পায় বাংলাদেশ দল। লিড পেয়ে এরপর পরই দুইটি গোলের সুযোগ হাতছাড়া করে তারা। এই সুযোগ হাতছাড়াই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে মালদ্বীপ গোল শোধ করে। এরপর ম্যাচ উভয় দলের কেউই গোল করতে না পারায় ১-১ এ ম্যাচটি ড্র হয়।

এই ড্রয়ের ফলে বর্তমানে পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান করছে বাংলাদেশ। সবার নিচে থাকলেও বাংলাদেশের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখনো অল্প একটু বেঁচে আছে। তবে তার জন্য তাকিয়ে থাকতে হবে ভারত-মালদ্বীপ ম্যাচের দিকে। সেই ম্যাচে মালদ্বীপ ড্র কিংবা জয় পেলে বাদ পড়বে বাংলাদেশ। তবে ভারত যদি দুই বা ততোধিক গোলে জয় পায় তাহলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে বাংলাদেশ অ-১৭ দল।

Previous articleবাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সামনে মালদ্বীপ!
Next articleআজ বাফুফের নির্বাচনের ঘোষণা দিবেন তাবিথ আউয়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here