এএফসি কাপ ২০২১ এ অংশ নিতে মালদ্বীপ পৌঁছেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় রাজধানী মালেতে অবতরণ করে তপু-ইমনরা।
বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি কোন ফ্লাইট না থাকায় কাতারের দোহা হয়ে যেতে হয়েছে তাদের। গতকাল ভোর ৪ টায় রওনা হয় কিংসের খেলোয়াড়রা। মালদ্বীপে অবতরণের পর জেন হোটেলে গিয়ে উঠেছে তারা। সেখানেই হয়েছে করোনা পরীক্ষা। সকলের করোনা নেগেটিভ আসলে আগামীকাল থেকেই প্র্যাকটিস শুরু করতে পারবেন কোচ অস্কার ব্রুজন।
মালদ্বীপ পৌঁছে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ অফসাইডকে জানান,
‘আমরা মালদ্বীপ পৌঁছেছি। সকল খেলোয়াড়ই সুস্থ আছে। ইতিমধ্যে কোভিট পরীক্ষা হয়েছে। ফলাফল আসার পর অনুশীলন শুরু করতে পারবো।’