দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর ‘সাফ চ্যাম্পিয়নশীপ-২০২১’ এ অংশ নিতে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল ২৮ সেপ্টেম্বর সাফ মিশনের জন্যে মালদ্বীপ পৌঁছায় বাংলাদেশ দল।
আজকে প্রথম দিনের মতো মাঠে অনুশীলন সম্পন্ন করেছে জামাল ভূঁইয়ার দল। আজ বাংলাদেশ সময় বিকাল ৪ঃ৩০ মিনিটে মালদ্বীপের হেনভেরু ট্রেনিং পিচে অনুশীলনে নামে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলনেরহ সময়সীমা ছিলো বাংলাদেশ সময় বিকাল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত।
অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী বলেন, ‘গতকাল আমরা মালদ্বীপের মালেতে পৌঁছেছি। আজ আমরা আমাদের প্রথম অনুশীলন শেষ করেছি। এখানকার আবহাওয়া খুবই উপযোগী। আমাদের প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার সাথে তাই আমাদের হাতে আরো একদিন অনুশীলনের সময় রয়েছে। আমাদের খেলোয়াড়েরা বেশ উজ্জীবিত। আমাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে তাই এখন প্রথম ম্যাচের উপর লক্ষ্য রাখছি। কারণ আমরা প্রথম ম্যাচে জয় পেলে,তা টুর্ণামেন্টে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’
মালদ্বীপ পৌঁছে বাংলাদেশ দলের সবার কোভিড-১৯ টেস্ট করা হয়েছে টেস্ট করা হয়েছে। টেস্ট সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে মাঠে বসেই ৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবে,তবে সেক্ষেত্রে অবশ্যই কোভিডের ভ্যাকসাইনজড হতে হবে।