এএফসি কাপের এবারের আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। সোমবার (২৭ নভেম্বর) ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে অবশ্য ম্যাচের ১০ম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে শেষদিকে ৮ মিনিটের মধ্যে দুই গোল করে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ডি গ্রুপ থেকে জোনাল সেমি ফাইনালে যাওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। সে ম্যাচে ভারতের ওড়িশা এফসির কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নিতে পারলেই প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের জোনাল সেমি ফাইনালে পৌঁছে যাবে বসুন্ধরা কিংস।
মাজিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুন এই জয়ের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনা। বক্সের অনেকটা বাইরে থেকে তার করা দুর্দান্ত গোলটি শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসকে পূর্ন পয়েন্ট এনে দিয়েছে। তাইতো মিগুয়েলের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিক ভাবেই মিগুয়েলকে গোল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে সবার সঙ্গে আবেগে না ভেসে পেশাদার এই ফুটবলার পেশাদার ভঙ্গিতেই উত্তর দিয়েছেন। মাজিয়ার বিপক্ষে করা দর্শনীয় গোলটি সম্পর্কে মিগুয়েল বলেছেন,
‘গোলটি সুন্দর হয়েছে তবে আমার কাছে গুরুত্বপূর্ণ দলের জয়। আমি দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। আমার দলের প্রতিটি খেলোয়াড়ই আজ চমৎকার খেলেছে।’
মিগুয়েল দামাসেনার দুর্দান্ত এই গোলটি দেখে বেশ অবাক হয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। গোলটিকে মৌসুমের অন্যতম সেরা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে অস্কার বলেছেন,
‘অত্যন্ত সুন্দর গোল। এ রকম গোল সচরাচর দেখা যায় না। মৌসুমের অন্যতম সেরা গোল এটি। সে (মিগুয়েল) আমাকে বলেছে তার অনুমান ও আত্মবিশ্বাস ছিল গোল করতে পারবে। সে দেখেছিল মাজিয়ার গোলকিপার একটু সামনে দাঁড়িয়ে আছে। তার অবস্থান দেখেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় ৩০ গজ দূর থেকেই গোলে শট নেবে সে।’
মিগুয়েলের গোল নিয়ে বেশ আলোচনা হলেও উজবেক ডিফেন্ডার ববুরবেক ইউলদাশেভের করা সমতাসূচক গোলটিকে ভুলে যাননি অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংস কোচের মতে একের পর এক সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৮০তম মিনিটে বদলি নামা শেখ মোরসালিনের মাপা কর্নার থেকে ববুরবেকের সেই গোলটিই আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল দলের,
‘আমি যদিও আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ববুরবেক ইউলদাশেভের প্রথম গোলটিই ম্যাচের চিত্র বদলে দেয়। তখনই মনে হয়েছিল ম্যাচটা আমরা জিততে পারি। আর দ্বিতীয় গোলটা তো অসাধারণ।’