টানা তিন ম্যাচ পর আবারো জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। আজ ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে মিগেল ডামাসেনার একক নৈপুণ্যের জোরে পুলিশকে ৩-২ গোলে পরাজিত করেছে কিংস।
খেলার মাত্র ৬ মিনিটের মাথা দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ডামাসেনার কর্ণার কিক থেকে বাম পায়ের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় যায় বসুন্ধরা কিংস। তবে তার পরের মিনিটেই সমতায় ফিরে বাংলাদেশ পুলিশ এফসি। বামদিক থেকে আক্রমণের উঠে এসে বক্সের ভেতরে ক্রস করেন ঈসা ফয়সাল। ঈসা ফয়সালে সেই নিচু ক্রস থেকে গোল করতে ভুল করেননি আল-আমিন। এতে ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে আসে পুলিশ এফসি।
১১ মিনিটের সময় আবারো লিড পেয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের ভেতরে পুলিশ এফসির দুইজনের ফাঁক গলে বেরিয়ে মজিবুর রহমান জনির করা কাটব্যাক ঘুরেফিরে মিগেল ডামাসেনার কাছে আসে। সেখান থেকে বলকে জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধের খেলা ২-১ এ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে শুরু লিড আরেকটু বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। ৫৩ মিনিটে মিগেল ডামাসেনার শর্ট কর্ণারে ফয়সাল আহমেদ ফাহিম ব্যাক ফ্লিক করলে বল আবার মিগেলের কাছে আসে। মিগেল সেখান থেকে খানিকটা এগিয়ে কাটব্যাক করেন। মিগেলে কাটব্যাক থেকে সহজে বলকে পোস্টে রাখেন আরেক ব্রাজিলিয়াল জনাথন ফার্নান্দেজ।
পরের মিনিটে ব্যবধান কমিয়ে দেন আল আমিন। কাজেম শাহ’র থ্রু পাস থেকে বল পেয়ে বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে কাটিয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করেন আল-আমিন। এই নিয়ে নতুন মৌসুমে ৭ গোল করেছেন এই বেঙ্গল ব্লাড। এরপর খেলায় আর কোনো গোল হয় নি। এতে করে ৩-২ গোলে ম্যাচে জয় পায় বসুন্ধরা কিংস।
দিনের অন্য খেলায় মাঠে নামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং ফর্টিস এফসি। সেই ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করেছে ফর্টিস এফসি। ম্যাচে ফর্টিসের হয়ে জয় কুমার ২ টি এবং পিয়াস আহমেদ নোভা ১ টি গোল করেছে।