ফেডারেশন কাপ নিয়ে উত্তাল বাংলাদেশের ঘরোয়া ফুটবল অঙ্গন। ইতিমধ্যেই ৩ টি দল তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। সেই তালিকায় রয়েছে বসুন্ধরা কিংস,উত্তর বারিধারা,মুক্তিযোদ্ধা সংঘ কেসি। টুর্নামেন্টের লোগো উন্মোচন ও গ্রুপিং অনুষ্ঠানের আগেই বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ কেসি ও উত্তর বারিধারা ক্লাব মাঠের অবস্থাকে কারণ দেখিয়ে ফেডারেশন কাপে অংশ না নেয়ার বিষয়টি বাফুফেকে অবহিত করে।

এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের একটি বক্তব্য। এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ফেডারেশন কাপের জল ঘোলা পরিস্থিতি নিয়ে বাফুফেকে দুষেছেন। তিনি বলেন, ‘বাফুফে একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই বারবার সূচি ও ফরম্যাট পরিবর্তন করেছে। শুধু ফেডারেশন কাপে নয়, সদস্য সমাপ্ত স্বাধীনতা কাপেও একই ঘটনা ঘটিয়েছে বাফুফে।’

ইমরুল হাসানের বক্তব্যের পরই নড়েচড়ে বসেছেন বাফুফে ম্যানেজমেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি হয়ে ঐ সংস্থা বিরোধী বক্তব্য দেওয়ার কারণে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাফুফে। গতকাল ২৫ তারিখ রাতে বাফুফে লিগ্যাল অফিসার অ্যাডভোকেট জিল্লুর রহমান কতৃক স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে বসুন্ধরা কিংস সভাপতিকে। ইমরুল হাসানের বিরূপ মন্তব্যের জের ধরে বাফুফে তাকে শো-কজ করেছেও।

এছাড়া গতকাল ফেডারেশন কাপের প্রত্যাহার করা দলের মধ্যে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ ছিলো। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা মাঠে না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় স্বাধীনতা ক্রীড়া সংঘ ও ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা টুর্ণামেন্টে অংশ না নেওয়ায় পরবর্তীতে উক্ত দুই দলের বিপক্ষে ব্যবস্থা নিবে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি।

Previous articleনা খেলেই ‘জয়’ আবাহনী-স্বাধীনতার!
Next articleঅবশেষে মাঠে গড়ালো ফেডারেশন কাপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here