২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপিং চূড়ান্ত হলেও, এতদিন চূড়ান্ত হয়নি এই গ্রুপের ভেন্যু। এবার চূড়ান্ত হয়েছে সেটাও।
আগামী ৩ থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো। অলিম্পিক বাছাইয়ের আগে সাবিনাদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিঙ্গাপুর হোক বা কম্বোডিয়া- মার্চে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।’
৫ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার এবং ১১ এপ্রিল শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাঘিনীরা।
২০২০ টোকিও অলিম্পিকের বাছাই পর্বেও বাংলাদেশ গ্রুপের ম্যাচ হয়েছিল মিয়ানমারে। ওই আসরে বাংলাদেশের অন্য দুই দল ছিল ভারত ও নেপাল। নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও সেবার ভারতের কাছে ৭-১ ও মিয়ানমারের কাছে ৫-০ গোলের বড় হারের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।