আজ থেকে প্রায় এক যুগ আগে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের দেশে এসেছিলো ফুটবলের রাজপুত্র মারাডোন এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির আকাশী-নীল বাহিনী। সেবার এসেছিলো প্রীতি ম্যাচ খেলতে। আরো একবার এই দেশে আসছে আলবেসেলিস্তারা। তবে এবার আসছে ভিন্ন আঙ্গিকে, কারণ তারা যে বিশ্বচ্যাম্পিয়ন। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে তোড়জোড় করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী জুনে ঢাকা আসবে টিম আর্জেন্টিনা। তাদের আসা উপলক্ষে জোর কদমে চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ। স্টেডিয়ামের বুকে নতুন জন্ম নেওয়া ঘাসও ফুটবলের ছোট্ট জাদুকর ও তার দলের জন্য অপেক্ষার প্রহর গুনছে। বাফুফের চাহিদা অনুযায়ী আগামী ১৫ ই ফেব্রুয়ারীর মধ্যে মাঠ প্রস্তুত এবং আগামী আগষ্টে সম্পূর্ণ স্টেডিয়াম ব্যবহারে কাজ করে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বাফুফের তাগাদা আরো আগে মার্চ-এপ্রিলের মধ্যে মাঠকে সম্পূর্ণরূপে চাই। কারণ এই মাঠে আবারো বল নিয়ে দৌড়ে বেড়াবে মেসি বাহিনী।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন,‘আমরা একটি বড় প্রীতি ম্যাচ আয়োজনের কথা চিন্তা করছি। আমাদের সভাপতি মহোদয়ও সেটা বলেছেন। সেটা হলো আর্জেন্টিনা দলকে আবার ঢাকায় আনার চেষ্টা করা। সঙ্গে আরেকটি ভালো দল।’
মাঠের প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘আমাদের মাঠের সুযোগ সুবিধা দেখা দরকার,এগুলো আপ টু ডেট আছে কিনা। আমাদের প্রেসিডেন্ট সাহেব মন্ত্রী মহোদয়ের সাথে মাঠের বিষয় নিয়ে আলাপ করেছেন। আমাদের নিশ্চিত হতে হবে, আমরা আমাদের মাঠটা পূর্ণাঙ্গভাবে কবে পাবো এবং মাঠ পাওয়ার নিশ্চয়তা পেলে তাদের আসার আয়োজন করবো।’
স্টেডিয়ামের সব কাজ ঠিকভাবে চললে চিন্তার নতুন উদ্রেক তৈরি করেছে ফ্লাডলাইট। ফ্লাডলাইটের কাজ ঠিকসময়ে শেষ না হলে বিপাকে পড়তে হবে। ফ্লাডলাইটের ক্ষেত্রে মেটাল হেলাইড বদলে এলইডি ফ্লাডলাইট। কারণে বর্তমান লাইটের সক্ষমতা ১২-১৪ লাখ হার্জ। কিন্তু মেসিদের খেলার জন্য দরকার ১৬-১৮ লাখ হার্জ সক্ষমতার লাইট।
মেসিদের খেলা আয়োজনে ক্ষেত্রে কোনো ত্রুটি করতে চাইছেনা বাফুফে। তাই কাজ তাড়াতাড়ি শেষ করতে তাগাদা দিচ্ছে বারবার। এই আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘মেসি বা আর্জেন্টিনা এইধরনের দলগুলো টিম যদি আসে,তাহলে তারা আসার অনেক আগেই তারা তাদের এডভান্স টিম পাঠায়। মূল দল যেখানে খেলবে সেখানের মাঠের অবস্থা,সেখানকার ড্রেসিং ইত্যাদি পর্যালোচনা করে এই এডভান্স টিম। মাঠের কারণে যেনো আমাদের এই ফ্রেন্ডলি ম্যাচটি বিঘ্ন না ঘটে।’