বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সবাইকে ছাড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিন দিন যেন নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে সাদাকালোরা। একইসঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লিগ শিরোপার দিকে। আজ ৮ম রাউন্ডের খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে আলফাজ আহমেদ শিষ্যরা।

মুন্সিগঞ্জে টেবিলের শীর্ষ দল মোহামেডান ও চারে থাকা ব্রাদার্সের মধ্যে জমজমাট ম্যাচের প্রত্যাশা ছিল। তবে ম্যাচে আধিপত্য ছিল মোহামেডানের। ম্যাচের ১২তম মিনিটে ব্রাদার্সের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় মোহামেডান। জুয়েলের পাস থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন সানডে ইমানুয়েল।

এরপর ব্যবধান বাড়াতে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে মোহামেডান তবে সেগুলো কাজে লাগেনি। মোহামেডান সুযোগ তৈরি করে গোলের দেখা পাচ্ছিল না বিপরীতে ব্রাদার্স ইউনিয়ন সেভাবে সুযোগই তৈরি করতে পারেনি। মোহামেডান রক্ষণ শক্তহাতে তাদের আক্রমণভাগকে সামাল দিয়েছে। ফলে আর ম্যাচে ফেরা হয়নি ব্রাদার্সের।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা ছিল না মোহামেডানের। ৫৬তম মিনিটে সতীর্থের পাসে সানডের শট ক্রস বারের ওপর দিয়ে যায়। এরপর থেকে মোহামেডান গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় বেশি। যোগ করা সময়ে সমতার সুবর্ণ সুযোগ হেলায় হারান চিক সিনে। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। গোলকিপার সুজন হোসেন ফিস্ট করলে বল ফের চলে যায় সিনের পায়ে, এবার ফাঁকা পোস্ট পেয়েও উড়িয়ে মারেন তিনি! তাতে ব্রাদার্সের আর সমতায় ফেরা হয়নি, তৃতীয় হার নিয়ে ছাড়তে হয় মাঠ।

শেষ পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এই জয়ে ৮ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো মোহামেডানের। অপরদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার থেকে পাঁচে নেমে যাওয়ার শঙ্কায় ব্রাদার্স ইউনিয়ন।

Previous articleদেশের ফুটবলে আবারো পড়েছে ফিক্সিংয়ের কালো থাবা?
Next articleঅবশেষে জয়ের দেখা পেল চট্টগ্রাম আবাহনী; জিতেছে ফকিরেরপুলও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here