ফকিরেরপুল ইয়ংমেন্স ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য চমক দেখিয়ে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ১-০ গোলে সাদা-কালো জার্সিধারীদের পরাজিত করে। বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড যা পারেনি, সেই কাজটি করে দেখাল ফকিরেরপুল।
ম্যাচের শুরুতে মোহামেডান ভালো কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষ দিকে মালির ফরোয়ার্ড দিয়াবাতে গোলকিপার সাজু আহমেদের ভুলে গোলের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন। বিরতির পরও মোহামেডানের আক্রমণ ভেস্তে যেতে থাকে। ৬২ মিনিটে কুলদিয়াতি অরক্ষিত অবস্থায় থাকলেও তার শট পোস্টের বাইরে দিয়ে যায়।
৬৬ মিনিটে উজবেক মিডফিল্ডার সারদোর জাহোনোভের চমকপ্রদ একটি দূরপাল্লার শট গোল হয়ে ফকিরেরপুলকে এগিয়ে দেয়। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। গোল শোধে মরিয়া হলেও মোহামেডান ম্যাচে ফিরতে পারেনি।
৭৪ মিনিটে সৌরভ দেওয়ার শট গোললাইন থেকে রক্ষা করেন নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। ৮২ মিনিটে আরিফ হোসেনের শট সাইড নেটে লেগে যায়। শেষ মুহূর্তে বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকী কুলদিয়াতির হেড কর্নারের বিনিময়ে রুখে দিয়ে মোহামেডানকে সমতা অর্জন থেকে বঞ্চিত করেন।
মোহামেডান ৯ ম্যাচে প্রথম হারের পরও ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ফকিরেরপুল ৯ ম্যাচে ৩ জয় এবং ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
দিনের আরেক ম্যাচে পুলিশ এফসি ময়মনসিংহে রহমতগঞ্জকে ২-১ গোলে হারায়। প্রথমে পিছিয়ে পড়েও আল আমিনের জোড়া গোলে ম্যাচ জিতে তারা। ২৫ মিনিটে রহমতগঞ্জের ঐশীর দূরপাল্লার শটে এগিয়ে গেলেও ৩৬ মিনিটে আল আমিন সমতা আনেন। বিরতির পর ৬৮ মিনিটে আল আমিনের দ্বিতীয় গোলেই জয় নিশ্চিত হয় পুলিশের। এই জয়ে পুলিশ এফসি ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে, আর রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ।