লীগে টানা চতুর্থ জয়ের দেখা পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট তালিকার শীর্ষস্থান পাকাপোক্ত করে নেওয়ার প্রয়াসে সাদা-কালোরা নিজেদের বিজয় রথ ছুটিয়ে চলেছে। আজ লীগের চতুর্থ রাউন্ডে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হয়েছিলো মোহামেডান।পুলিশকে ৩-১ গোলে হারায় তারা।
৩১ মিনিটে মুজাফর মুজাফরোভের কর্ণার কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি। ৪০ মিনিটের মাথায় রিয়াদুল হাসান রাফির কাটব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করে ইমানুয়েল সানডে।
প্রথমার্ধের শেষ দিকে এসে এক গোল শোধ দেয় পুলিশ এফসি। মানিক মোল্লার পাস থেকে বল নিয়ে মোহামেডানের চারজনের বাধা কাটিয়ে দুর্দান্ত গোলটি করেন আল-আমিন। ফলে ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৭১ মিনিটে নিজের গোলের খাতা খুলেন সোলেমান দিয়াবাতে। মুজাফর মুজাফরোভের লম্বা করে বাড়ানো থ্রু পাসে গোলকিপার রকিবুল তুষারের মাথার উপর দিয়ে বল হালকা করে তুলে জালে পাঠান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ম্যাচে আর গোল না হলে ৩-১ গোলে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এই জয়ের ফলে ৪ ম্যাচের ৪ টিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মোহামেডান। অন্যদিকে ৪ ম্যাচে ২ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্টে তালিকার পাঁচে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ এফসি।
অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লীগ যাত্রা মোটেও ভালো যাচ্ছে না। আরেক খেলায় তারা কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেডের।
মোহামেডানের পর আবাহনীর কাছেও লীগে পরাজিত হয়েছে বসুন্ধরা কিংস। কিংসকে নিজেদের মাঠে ১-০ তে হারায় মারুফুল হকের দল। ম্যাচের ২ মিনিটে আবাহনী এগিয়ে যায়। এক ডিফেন্ডার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। শাহরিয়ার ইমন পেয়ে বাঁ দিকে এগিয়ে গিয়ে দারুণভাবে বল ভাসিয়ে দেন পোস্টের সামনে, দৌড়ে এসে সুমন দুর্দান্ত এক হেডে গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের মুখে হাসি ফোটান।
৩৩ মিনিটে ভালো সুযোগ পায় কিংস। দামাশেনোর পাস ধরে বক্সে ঢুকে গোলকিপার মিতুলকে একা পেয়ে যান জোনাথন ফের্নান্দেস, কিন্তু তার শট যায় বাইরে। তিন মিনিট পর দামাশেনোর শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান মিতুল। সমতার সেরা সুযোগ কিংস পায় ৫৩তম মিনিটে, কিন্তু দামাশেনোর স্পট কিক নিজের বাম দিকে ঝাঁপিয়ে অগ্নিপরীক্ষায় ‘পাস’ মিতুল। বক্সে মোহাম্মদ হৃদয় বল ক্লিয়ার করতে দেরি করে ফেলেন; তখন কিংসের রাকিব হোসেন দ্রুত চার্জ করায় খেই হারান হৃদয়, বল লাগে তার হাতে, রেফারিও বাজান পেনাল্টির বাঁশি।
লিগে আবাহনী চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে কিংস দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।