হাড্ডাহাড্ডি লড়াইয়ে লীগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে লীগে প্রথম জয়ের আশা জাগিয়েও শেষ হতাশ করলো ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে তারা প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করেছে।
পুলিশের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্রেক থ্রু এনে দেন জাফর ইকবাল। তবে লিড বেশীক্ষণ ধরে রাখতে পারে নি সাদা-কালোরা। মাত্র ৬ মিনিটের ব্যবধানে কলম্বিয়ান মিডফিল্ডার মাতেও পালাসিয়োসের গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো দলই গোল করতে পারে নি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় মোহামেডান। তবে তাদের অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। মুজাফর মুজাফরোভ মোহামেডানের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ৭৮ মিনিটে সোলায়মান দিয়াবাতে আরো একটি গোল করলে ম্যাচের করলে ম্যাচের ব্যবধান ৩-১ এ। এরপর ৮৪ মিনিটে পুলিশ এফসির সাহেদ হোসেন দ্বিতীয় গোল শোধ করলেও ৩-২ গোলে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দিনের অন্য আরেক ম্যাচ প্রথম জয়ের দ্বারপ্রান্তে গিয়ে পরাস্ত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সুফিলের জোড়া গোলে ভালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছিলো ব্রার্দাস ইউনিয়ন। কিন্তু তীরে এসে তরী ডুবিয়েছে তারা। ম্যাচের ৮০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হেমন্ত ভিনসেণ্ট বিশ্বাস এবং ৮১ মিনিটে নাসির উদ্দিন চৌধুরী গোল করলে ২-২ গোলে ড্র দিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাদার্স ইউনিয়নকে।