ঐতিহ্যবাহি ঢাকা মোহামেডানের নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গন সরব। মতিঝিল ক্লাব ভবনে সংগঠক, সাবেক খেলোয়াড়দের ভিড়। গতকাল ছিল মনোনয়ন কেনার শেষ দিন। বেশির ভাগই প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র তুলেছেন।
সভাপতি পদে মনোনয়ন তুলেছেন অবসর প্রাপ্ত সাবেক সেনা প্রধান জেনারেল মো: আবদুল মুবীন। ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এছাড়া সভাপতি পদে মনোনয়ন তুলেছেন বর্তমান সভাপতি ওবায়দুল করিম।
তিন জন সভাপতি পদ ছাড়াও পরিচালক পদে ৫১টি মনোনয়ন তুলেছেন ৫১ প্রার্থী।
সভাপতি পদে হেভিওয়েট প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কে থাকবেন আর কে থাকবেন না সেটা এখনই বলা যাচ্ছে না। ১৬টি পরিচালক পদের বিপরিতে ৫১টি মনোনয়ন বিক্রি হয়েছে। এই তালিকায় হেভিওয়েট প্রার্থীর নামও এসেছে। এদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, পার্টেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মহিউদ্দিন, খোন্দকার জামিল, কবীর আহমেদ ভুঁইয়া, আনোয়ারুল হক হেলাল, ইমতিয়াজ সুলতান জনি, সাব্বির, জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, হানিফ, তরফদার রুহুল আমিন, সাজেদ আদেল, ছাইদ হাসান কানন, হানিফ ভুইয়া, সারওয়ার হোসেন, আব্দুর রব মাহবুব, লোকমান হোসেন ভুইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স ও মাসুদুজ্জামান উল্লেখযোগ্য।
১ মার্চ (সোমবার) বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। ৬ মার্চ (শনিবার) নির্বাচন।