বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর প্রথম পর্বের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। শুরু হয়ে গিয়েছে মধ্যবর্তী দলবদলও। নিজেদের বিদেশীর তালিকায় তাই পরিবর্তন আনতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ক্যামেরুনের একজন স্ট্রাইকারকে দলভুক্ত করতে যাচ্ছে সাদা-কালো’রা।

চলমান লীগে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে ঢাকা মোহামেডান এসসি। দলকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে তাই আরো একজন বিদেশী নিতে চলেছে তারা। ক্যামেরুনের স্ট্রাইকার ইয়াসিন ওউয়াচিং যুক্ত হতে যাচ্ছে দলটিতে। এতে বাদ পড়তে পারেন নাইজেরিয়ান আবিওয়ালা নুরাত।

২২ বছর বয়সী ইয়াসিন মিয়ানমারের দল জোয়েকাপিন ইউনাইটেডের হয়ে সর্বশেষ খেলেছেন। দলটির হয়ে ১৩ ম্যাচে ৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। বর্তমানে সেখানে লিগ বন্ধ হয়ে যাওয়ায় ইয়াসিন বাংলাদেশে আসতে রাজি হয়েছেন বলে জানান মোহামেডানের দল নেতা আবু হাসান চৌধুরী প্রিন্স।

Previous articleসাইফের কোচ হলেন স্টুয়ার্ট হল!
Next articleবাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল যাবে ১৮ মার্চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here