ফিরতি লেগের শুরুতে খেই হারিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে মনের আনন্দে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে মাটিতে নামিয়েই ছাড়লো আজমপুর। প্রথম লেগে ৩-০ গোলের দারুণ জয় পেলেও ফিরতি লেগে এসে ১-১ গোলের ড্র দিয়ে ব্রুজন শিষ্যদের খুশি থাকতে হলো।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি ম্যাচে প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র’ই থাকে। ম্যাচের গোলশূন্যের ডেথলক ভাঙ্গে ৫৭ মিনিটে। ৫৬ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগুইরার বাড়ানো বলকে বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিতে গেলে ডরিয়েল্টন গোমেজকে পেশিশক্তি দিয়ে মাটিতে পেলে দেয় আজমপুরের ডিফেন্ডার রায়হান আহমেদ। এতে করে সরাসারি পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারী। পেনাল্টিতে স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন রবসন রবিনহো।
ম্যাচের ফয়সালা যখন ১-০ গোলে হতে যাচ্ছিলো তখনই বসুন্ধরার গর্জন এক নিমিষেই থামিয়ে দেয় আজমপুর ফুটবল ক্লাবের বদলী খেলোয়াড় সাকিব ব্যাপারী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৪ মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মনের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে বল কেড়ে সাকিব। পরবর্তীতে বল নিয়ে একাই ছুটে গিয়ে এগিয়ে আসা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে পাশ কাটিয়ে আলতো করে বলকে কিংসের জালে ঢুকিয়ে দেন এই ডিফেন্ডার। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে নিষ্পত্তি হয় ম্যাচ।
ড্রয়ের ফলে ফর্মে থাকা বসুন্ধরা কিংস হোঁচট খেলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনো ধরে রেখেছে তারা। ১১ ম্যাচে ১০ জয় এবং ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরেই আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সাথে তাদের পয়েন্ট ব্যবধান এই মুহুর্তে সাত। অন্যদিকে ১১ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানীতে অবস্থান করছে আজমপুর ফুটবল ক্লাব।