ম্যাচে ইতিবাচক ফলাফল আশা করছেন ক্যাবররা!
আগামী ১১ ই জুন লেবাননের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে বর্তমানে কাতারে অবস্থান করছে তারা। গতকাল বাংলাদেশ সময় রাত ৩ টায় কাতারে পৌঁছায় বাংলাদেশ। আজ দ্বিতীয়দিনের মতো অনুশীলনে নেমেছে জামাল-বিশ্বরা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ পার করার পর বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা।
কাতারের আবহাওয়া তুলনামূলকভাবেই বাংলাদেশ থেকে বেশী। তবে সেই তাপমাত্রা বাংলাদেশের জয়ের লক্ষ্যে কোনো প্রভাব ফেলবে না বলে জানান বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ বলেন, “এখানে যেরকম আবহাওয়া আমার মতে আমরা বাংলাদেশে সাম্প্রতিকালে যে আবহাওয়ার মুখোমুখি হয়েছি অনেকটা সেইরকম। এতোটা বেশি পার্থক্য নেই। তাই আবহাওয়ার কিছু হচ্ছে নাকি হচ্ছে না ওইটা ভাবলে চলবে। আমাদের যেটা কাজ, আমরা যে লক্ষ্য নিয়ে আসছি সেই লক্ষ্যটা পরিপূর্ণ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।”
অস্ট্রেলিয়া বিপক্ষে দেশের মাটিতে ভালো করেছে বাংলাদেশ দল। সেই ম্যাচে জয় না পেলেও যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলের সাথে খুব কম ব্যবধানে হেরেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। তাই ওই ম্যাচের ফলাফলকে আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ। এই প্রসঙ্গে বিশ্বনাথ বলেন, “টিমের পরিস্থিতি ভগবানের আশীর্বাদে মোটামুটি অনেকটাই ভালো। বাংলাদেশে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক বড় একটা ম্যাচ খেলে এসেছি। ওইখানে ম্যাচটি হয়তো আমরা হেরে গেছি, তবে আমাদের দলের খেলোয়াড়রা যতটুকু খেলেছে বা যতটুকু লড়াই করেছে ওইটা নিয়ে আমরা আশাবাদী। আমরা আমাদের দেশে যেটা খেলেছি,ওইটা যদি আমরা এখানে খেলতে পারি তাহলে আমাদের বিশ্বাস আমরা কিছু করতে পারবো।”
লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব শেষ করতে চলেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে ইতিবাচকই একমাত্র ফলাফলই কাম্য বলে জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবররা। তিনি বলেন, “গতকাল খেলোয়াড়রা তাদের প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছিলো। আমরা খেলোয়াড়দের কিছুটা সময় দিই যাতে তাদের দীর্ঘ ভ্রমণের পর রিকোভারি করতে পারে। তাই গতকালের সকাল ছিলো তাদের জন্য পুরোপুরি রিকোভারি সেশন। এছাড়া গতকাল সন্ধ্যায় তারা সাধারণভাবে নিজেদের মাঠের অনুশীলনও সেরেছে। লেবাননের বিপক্ষে ম্যাচের আগে আজ তাদের মূল ট্রেনিং সেশন। এটা যথাসম্ভব শেষ ট্রেনিং সেশন হতে চলেছে। খেলোয়াড়েরা খুব ভালো আছে, তারা ইতিবাচক ফলাফল দিয়ে ম্যাচ শেষ করতে চায়।”