দিন যায়, দিন আসে; তবুও আসে না পরিবর্তন, বদলায় না চিত্র। পুরানো কমিটি গিয়ে নতুন কমিটি আসলেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পরিস্থিতি যেনো একই রয়ে গেছে। বাফুফে নির্বাচনের পর ক্ষমতার চেয়ারে বসেছে নতুনরা। তবে পুরাতনদের বিদায়ের পর আসা নতুনরাও পুরাতনদের মতো ম্যাচ আয়োজনে ব্যর্থ হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে রয়েছে ফিফা উইন্ডো। তবে সে ফিফা উইন্ডোতে খেলতে পারছেনা বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। খেলতে পারছে না বললে ভুল হবে, বলতে হবে খেলার সুযোগ হারিয়েছে। তবে এতে সম্পূর্ণ দায়ভার বর্তায় নতুন নারী কমিটির উপর। কারণ দায়িত্ব বুঝে পাওয়ার পর এতো সময় অতিবাহিত হলেও ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন করতে ব্যর্থ হয়েছে নারী কমিটি। তবে বিষয়টিতে নারী কমিটি বললেও ভুল হবে, কেননা নির্বাচনের প্রায় ৩ মাস হলেও আনুষ্ঠানিকভাবে নারী ফুটবল কমিটি ঘোষণা করা হয়নি। শুধুমাত্র আগের মতোই নারী কমিটির চেয়ারম্যান করা হয়েছে আবারো নির্বাচিত হওয়া মাহফুজা আক্তার কিরণকে।
ফেব্রুয়ারিতে ব্যর্থ হলেও মার্চ মাসে ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে কমিটি। এই প্রসঙ্গে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,
আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারী উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। কিন্তু এখনো কোনো দল সাড়া দেয়নি। সেজন্য আমরা মার্চের উইন্ডোকে সামনে রেখে এগোচ্ছি।
মার্চের উইন্ডোকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে নারী কমিটি। নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান ইতিমধ্যে কয়েকটা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে,
মিডল ইস্টের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। এরপর আমরা সিঙ্গাপুর মালেশিয়াকেও আমন্ত্রণ জানিয়েছি।
অন্যদিকে প্রায় নিশ্চিতভাবে নারী দলের দায়িত্বে থেকে যাচ্ছেন পিটার বাটলার। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আগামী ১৫ জানুয়ারি থেকে নারী ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। তবে পিটার বাটলার আসবেন ফেব্রুয়ারিতে। । এই নিয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন,
১৫ তারিখ থেকে আমাদের সিনিয়র টিম ক্যাম্পে যোগ দিবে। আমি ইতিমধ্যেই তাদের সবাইকে জানিয়ে দিয়েছি। হেড কোচ বাটলার থাকবে। আমরা আশা করি যে তাকে ফেব্রুয়ারী থেকে পুরোপুরিভাবে পাবো।