২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল। ফিফা র্যাংকিং কিংবা শক্তিমত্তা – সব সূচকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। তাইতো আগামী ১৬ই নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩ টায় মেলবোর্নের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বেশ কঠিন একটা সময়ই অপেক্ষা করছে। তবে দলীয় সামর্থ্যের ওপর আস্থা রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার প্রত্যয় লাল সবুজের প্রতিনিধিদের। বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপের মাঠে তাদের বিপক্ষে ড্র এবং ঘরের মাঠে তাদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া বাংলাদেশ এবার ভালো কিছু করতে চায়। আর সে চাওয়ার পেছনে মূল শক্তি আত্মবিশ্বাস। তবে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পাশাপাশি তাদের দেশের আবহাওয়া বাংলাদেশের জন্য আরেকটা চ্যালেঞ্জের নাম। আর সেটা মাথায় রেখেই বেশ কয়েকদিন আগে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা থেকে ফিরে দলে যুক্ত হয়েছেন তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। ফলাফল একপাশে সরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ভালো খেলাই বাংলাদেশের প্রথম লক্ষ্য হবে সে কথা বলাই যায়।
কোচদের চোখে –
অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আরনল্ড
‘বাংলাদেশ ভালো দল। তারা ভালো ফুটবল খেলছে। আমরা আত্মবিশ্বাসী যে ম্যাচটি জিতবো। আমার দল ভালো অবস্থায় আছে। পারফরম্যান্সের উন্নতি করতে কঠোর পরিশ্রম করছি।’
বাংলাদেশ কোচ হাবিয়ের ক্যাবরেরা
‘যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠতে চাই আমরা। আমরা জানি ওরা কতটা শক্তিশালী।কিনউত আমরাও দেখাতে চাই আমরা কতটা উন্নতি করেছি।’
অধিনায়কদের চোখে –
অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাট রায়ান
‘শুরুতে যে চ্যালেঞ্জই আসুক, আমাদেরকে একসাথে তা মোকাবেলা করতে হবে। ফুটবলে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিপক্ষ যে-ই হোক, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। এটা আমাদের ওপর এবং আমরা কিভাবে প্রস্তুতি নিয়েছি তার ওপর নির্ভর করছে। আমাদের যে মান, সেটা ধরে রাখার এবং আরো উঁচুতে তোলার চেষ্টা করব আমরা।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া
‘আমি মনে করি, দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। কোচ যেটা বলেছেন, আমরা লড়াই করতে চাই। নিজেদের সামর্থ্য দেখাতে চাই। দলের সকল ফুটবলারের অভিজ্ঞতার মিশন হতে যাচ্ছে ম্যাচটি। আমরা জানি এটা বেশ কঠিন হতে যাচ্ছে। আমরা নিজেদের সামর্থ্যর সেরাটা দিতে চাই।’
ফিফা র্যাংকিং –
অস্ট্রেলিয়া – ২৭
বাংলাদেশ – ১৮৩
সাম্প্রতিক ফলাফল (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়া ২-০ নিউজিল্যান্ড
ইংল্যান্ড ১-০ অস্ট্রেলিয়া
মেক্সিকো ২-২ অস্ট্রেলিয়া
আর্জেন্টিনা ২-০ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ১-২ ইকুয়েডর
সাম্প্রতিক ফলাফল (বাংলাদেশ)
বাংলাদেশ ২-১ মালদ্বীপ
মালদ্বীপ ১-১ বাংলাদেশ
বাংলাদেশ ১-১ আফগানিস্তান
বাংলাদেশ ০-০ আফগানিস্তান
বাংলাদেশ ০-১ কুয়েত
মুখোমুখি লড়াই
অস্ট্রেলিয়া জয়ী – ২
বাংলাদেশ জয়ী – ০
ড্র – ০