- প্রতিযোগীতা ও সময়
মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজ ২০২০
বাংলাদেশ বনাম নেপাল
১৩ নভেম্বর, ২০২০| বিকাল ৫ টা | বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা।
- ম্যাচ পূর্ব ভাবনা
ম্যাচের পূর্বের জয়ের বিষয়ে প্রত্যাশী দুই দলের কোচই। বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, ‘দলের প্রস্তুতি ভালো হচ্ছে। তিন সপ্তাহ ধরে ছেলেরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের উন্নতি চোখে পড়েছে। যেভাবে তারা সবকিছু মানিয়ে নিয়েছে আমি সন্তুষ্ট বলতে পারেন। এত অল্প সময়ে যে তারা সবকিছু করেছে, সেজন্য তাদের কৃতিত্ব দিতেই হচ্ছে।’ তবে সমীহ করছেন নেপাল দলকেও, ‘নেপাল অবশ্যই ভালো দল। তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে আক্রমণভাগে। তাদের হারানো কঠিন। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমাদের ফিটনেস লেবেলও সামগ্রিকভাবে বেড়েছে। আমরা খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
এতোদিন পর খেলতে নামাটা চ্যালেঞ্জ মানছেন নেপাল কোচ বালগোপাল মহারজন, ‘আমাদের ওখানে খেলা নেই অনেকদিন। যে কারণে খেলাটা বড় চ্যালেঞ্জের। তবে দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি দুই দলই এক জায়গায় আছে। আমি আমার দলের কাছে ব্যক্তিগত ও দলগতভাবে ভালো পারফরম্যান্স চাই।’
এদিকে প্রতিশোধের হুঙ্কার দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, ‘আমরা তাদের কাছে সর্বশেষ দুটি ম্যাচে হারেছি। যখন খেলতে নামি তখন বিষয়টি মনে থাকে। প্রতিশোধের বিষয়টি মাথায় কাজ করে। আমি বলতে পারি অবশ্যই আগামীকালকের ম্যাচটি জিততে চাই।’
প্রস্তুত রয়েছে নেপাল দলও। নেপালের অধিনায়ক করিন চেমজং বলেছেন, ‘ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। অনেকদিন পর বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। আমরা প্রস্তুত। মাঠে নিজেদের সেরাটা দিয়েই লড়বো।’
- দলের খবর
করোনায় জর্জরিত নেপাল দল। ৭ জন খেলোয়াড় দেশেই রেখে আসতে হয়েছে তাদের। বাংলাদেশে এসে আরো একজন আক্রান্ত হয়েছেন। ফলে কিছুটা ভাঙ্গা দল নিয়েই মাঠে নামবে তারা। অন্যদিকে বাংলাদেশে রয়েছে ইনজুরি সমস্যা। মামুনুল ইসলাম ও তারিক কাজী ইনজুরিতে দলের বাহিরে চলে গিয়েছেন। এদিকে প্রথম ম্যাচের ২৪ জনে নেই অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
- পরিসংখ্যান
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ২৩ দেখায় ১৩ বারই জয়ী টাইগাররা। নেপালের জয় ৭ ম্যাচে। ড্র হয়েছে তিনটি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য সুখকর নয় শেষ দেখার ম্যাচটি। ২০১৮ সালের সাফে নেপালের কাছে পরাজিত হতে হয়েছে ২-০ গোলে।
- সম্ভাব্য ফরমেশন ও একাদশ
বাংলাদেশ দলকে দেখা যেতে পারে ৪-৫-১ ফরমেশনে। গোলরক্ষক পজিশনে অভিষেকের অপেক্ষায় আনিসুর রহমান জিকো। গোল করার দায়িত্বে থাকতে পারে নতুন খেলোয়াড়। সুমন রেজাকে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা জেমি ডে’র।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ – জিকো, বিশ্বনাথ, তপু, ইয়াসিন, রহমত, জামাল, সোহেল, ইব্রাহিম, বিপলু, সাদ, সুমন।
নেপালের দলটি ৪-৩-৩ ফরমেশনে খেলার সম্ভাবনাই বেশি। দলের অনেকগুলো অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নেপাল সম্ভাব্য একাদশ – কিরন, অজিত, অনন্ত, সুমন, সরোজ, অরিক, সুভাষ, বিক্রম, বিমল, দর্শন, অঞ্জন।