ম্যাচটা বাংলাদেশ দলের জন্য ‘মরাবাঁচা’র। কারণ, বিশ্বকাপ বাছাইয়ে যেতে না পারলে পরবর্তী প্রায় এক বছর ফিফা-এএফসির প্রতিযোগিতামূলক ম্যাচ পাওয়া যাবে না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে উঠতে লড়ছে বাংলাদেশ-মালদ্বীপ। দুই দল দুটি ম্যাচ খেলছে। মালেতে ১২ অক্টোবর প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। আজ ফিরতি ম্যাচের জয়ী দলই পাবে গ্রুপ পর্বের টিকিট।
এই ম্যাচে হেরে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে জাতীয় দলকে যেতে হবে সাময়িক নির্বাসনে। বিপরীতে প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় ধাপে বাংলাদেশের সুযোগ থাকবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো প্রতিপক্ষের সাথে ৬ টি ম্যাচ খেলার।
কোচদের চোখে –
বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা-
‘মালদ্বীপে আমরা সুযোগ তৈরি করেছি, কাজে লাগিয়েছি। তবে আমরা ওখানে ২৩ বছর পর ড্র করেছি, যেটা আমাদের জন্য ইতিবাচক দিক। সবকিছু আমাদের হাতে, আমাদের ওপর নির্ভর করছে এবং আমি মনে করি, আমরা জিততে পারি, এটা বলার জন্য আমরা যথেষ্ট সাহসী এবং আত্মবিশ্বাসী।’
মালদ্বীপ কোচ আলী সুজেইন-
‘দুটি দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মালের ম্যাচটি ড্র হয়েছিল, দুই দল বলতে গেলে প্রায় একই রকম খেলেছিল, এটা দুর্ভাগ্য যে আমরা গোল করে তা আগলে রাখতে পারিনি, শেষ দিকে যোগ করা সময়ে বাংলাদেশ গোল করলো।’
অধিনায়কদের চোখে –
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া –
‘আগামীকালের ম্যাচটি আমাদের জন্য হবে ম্যাচ অব দ্য ইয়ার। গত কয়েকদিন ঢাকায় আমরা প্রস্তুতি নিয়েছি, ট্যাকটিক্যাল দিক নিয়ে কাজ করেছি। আমরা এই ম্যাচের জন্য প্রায় পুরোপুরি প্রস্তুত। এটা আমাদের জন্য বড় ম্যাচ, যেটা আমি এর আগে বলেছি, ‘ফাইনাল অব দ্য ইয়ার’। যে কোনোভবে জিততে হবে।’
মালদ্বীপ অধিনায়ক আলী ফাসির –
‘আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছি আমরা। আমরা জানি, বাংলাদেশে খেলা কঠিন, কিন্তু তাদের বিপক্ষে জিততে প্রস্তুত আমরা।’
ফিফা র্যাঙ্কিং
মালদ্বীপ – ১৫৫
বাংলাদেশ – ১৮৯
সাম্প্রতিক ফলাফল (বাংলাদেশ)
বাংলাদেশ ৩-১ ভুটান
বাংলাদেশ ০-১ কুয়েত
বাংলাদেশ ০-০ আফগানিস্তান
বাংলাদেশ ১-১ আফগানিস্তান
বাংলাদেশ ১-১ মালদ্বীপ
সাম্প্রতিক ফলাফল (মালদ্বীপ)
মালদ্বীপ ১-০ পাকিস্তান
মালদ্বীপ ২-০ ভুটান
মালদ্বীপ ১-৩ বাংলাদেশ
মালদ্বীপ ০-১ লেবানন
মালদ্বীপ ১-১ বাংলাদেশ
মুখোমুখি লড়াই
বাংলাদেশ জয়ী – ৭
মালদ্বীপ জয়ী – ৬
ড্র – ৪