বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। ভারতের অরুণাচল প্রদেশে আগামী ৯ মে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। হেড কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ৩১ জন খেলোয়াড় নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনুশীলন, যেখানে আরও চার ফুটবলারের যোগ দেওয়ার কথা রয়েছে খুব শিগগিরই।

বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর পরিকল্পনায় এই ক্যাম্পটি আয়োজিত হয়েছে। দলে রয়েছে দেশীয় খেলোয়াড়দের পাশাপাশি তিনজন প্রবাসী ফুটবলারও, যারা লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। খেলোয়াড়রা আগের রাতে যশোরে এসে শুক্রবার সকালে দুই ঘণ্টার অনুশীলনে অংশ নেয়।

ছেলেদের দলে প্রথমবারের মতো হেড কোচ হিসেবে ডাগআউটে থাকবেন গোলাম রব্বানী ছোটন, যিনি নারী ফুটবলে সাফল্যের জন্য সুপরিচিত। দল নিয়ে তিনি বলেন, ‘সবাই প্রত্যাশা করছে ভালো কিছু হবে। ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন হবে। আমিও তেমনটি প্রত্যাশা করি। এই দলটি ঘরোয়া ফুটবলের বিভিন্ন বিভাগ থেকে করা হয়েছে। বিপিএল, বিসিএল ও একাডেমির খেলোয়াড়রাও আছে। আশা করছি ভালো কিছু হবে।’

এদিকে দলের সম্ভাব্য অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জানান, ‘আমাদের সঙ্গে তিনজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তাদের স্কিল ভালো। এই একাডেমির পরিবেশ থেকে শুরু করে মাঠ, থাকা ও খাওয়াসহ সবকিছুই ভালো। এছাড়া আমাদের হেড কোচ অনেক অভিজ্ঞ। তার কাছ থেকে শিখছি আমরা। সাফে ইতিবাচক ফলই আমাদের সবার প্রত্যাশা।’

যুবাদের দলে আছেন ৩ জন প্রবাসী ফুটবলার। তাদেরই একজন ইতালি প্রবাসী আব্দুল কাদির। সাফ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘সবাই অনেক ভালো। সবার সঙ্গে মিলেমিশে খেলছি। ভালো অভিজ্ঞতা, আস্তে আস্তে সবার সাথে মিলেছি। আমি ইতালির ফের্মানা ক্লাবের হয়ে সিরি ডি (যেখানে ফাহমিদুল খেলেন) খেলছি। বাংলাদেশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। অত বেশি পার্থক্য নেই। যদি সবাই একসাথে লড়াই করি ইনশাআল্লাহ্ আমরা চ্যাম্পিয়ন হবো। আমি নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। অনুশীলন এবং মাঠে আমার সেরাটা দিয়ে খেলতে চাই।’

চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে এই মাসের শেষদিকে যশোর থেকে সাভারের বিকেএসপিতে যাবে দলটি। সেখানকার আর্টিফিসিয়াল টার্ফে কয়েকদিন অনুশীলন করে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে বাংলাদেশ দল, কারণ ভারতে আসরটি হবে টার্ফের মাঠে। বাংলাদেশের গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান। ৯ ও ১১ মে বাংলাদেশের দুই ম্যাচ।

Previous articleপ্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন দুই নারী ফুটবলার
Next articleজাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে যা বললেন সিঙ্গাপুরের ম্যানেজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here