অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব অর্পন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করা আসিফ। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ সেশনে ভর্তি হন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ৬ জুলাই সংসদ ভেঙে দেওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ৮ জুলাই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে আসিফ মাহমুদ ছাড়াও জায়গা পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।