জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে মালদ্বীপ ফুটবল দল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাদের দুই ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায়। প্রায় মাস পাঁচেক পর ঘরের মাঠে খেলতে নামছে তপু-রাকিবরা। এবার বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখার জন্য টিকেটের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৬ নভেম্বর। প্রথম ম্যাচ উপভোগ করতে দুটি বেসরকারি ব্যাংকে পাওয়া যাবে টিকেট। স্যোশাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের বসুন্ধরা শাখায় পাওয়া যাবে টিকেট। ১২ ও ১৩ নভেম্বর এই দুই শাখা থেকে এবং ম্যাচের আগে স্টেডিয়ামে থাকা বুথেও টিকেট পাওয়া যাবে। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ৮০০ টাকা, সি ওয়ান গ্যালারির ৫০০ টাকা ও সি টু গ্যালারির টিকেট মিলবে ৩০০ টাকায়।

আগেরবার অনলাইনে টিকেট পাওয়া গেলেও এবার সে সুযোগ থাকছে না। তাই নির্দিষ্ট ব্যাংক এবং খালি থাকা সাপেক্ষে ম্যাচের দিনও স্টেডিয়াম এলাকা থেকে টিকেট ক্রয় করতে পারবেন সমর্থকরা। বাংলাদেশ-মালদ্বীপ প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১৩ নভেম্বর সন্ধ্যা ছয়টায়।

Previous articleদুইটি ম্যাচেই বাংলাদেশকে হারাতে চায় মালদ্বীপের কোচ
Next articleজানুয়ারিতে ঢাকা আসবেন ফিফা সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here