অস্ট্রেলিয়ার পর এবার লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অস্ট্রেলিয়ার মতো না হলেও বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে বেশ এগিয়ে আছে লেবানন। আগামী ২১ শে নভেম্বর বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড বসুন্ধরা কিংস অ্যারেনায় সিডারসদের মোকাবিলা করবে জামাল ভূঁইয়ার দল।

আসন্ন ম্যাচকে সামনে রেখে দর্শকদের কথা ভেবে ম্যাচ টিকেটের দিকে বিশেষ নজর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই বাংলাদেশ বনাম লেবানন ম্যাচের টিকেট পাওয়া যাচ্ছে। দর্শকরা উক্ত ম্যাচের টিকেট দুই জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। বাফুফে কর্তৃক নির্ধারিত জায়গা দুইটি হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মতিঝিল এবং বসুন্ধরা শাখা।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে সর্বপ্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয় বাঁধা লেবানন। ম্যাচটি আগামী ২১ শে নভেম্বর বিকাল ৫:৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে

Previous articleরাকিব-সাদের বদলি হিসেবে যাদের ডাকলেন ক্যাবরেরা
Next articleফুটবল অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের লড়াই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here