চারজাতি টুর্ণামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু মাঠের প্রতিপক্ষ থেকেও এখন বাংলাদেশের বড় প্রতিপক্ষ প্রকৃতি। গত কয়েকদিন ধরে শ্রীলঙ্কায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই বৃষ্টির কারণে আজকেও পিছিয়ে গেলো বাংলাদেশ বনাম সিশেলসের মধ্যকার ম্যাচ।

বৃষ্টির কারণে বাংলাদেশের ম্যাচ শিডিউল পাল্টেছে। তবে ম্যাচের সময়সূচি পাল্টালেও নিজেদের ফুটবল অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বিকাল ৪:০০ টা থেকে ৫:০০ পর্যন্ত পুলিশ পার্ক স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ দলের গোলরক্ষকের আনিসুর রহমান জিকো এবং ম্যানেজার সত্যজিৎ দাস রপু।

দুইদিন ম্যাচ পিছিয়ে যাওয়ার অনুভূতি সসর্ম্পকে গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, ‘আসলে এটি একদিক দিয়ে আমাদের জন্যে ভালো,আবার একদিয়ে মেন্টালি প্রেসার তৈরি করে। আমরা পুরো দলটা একসাথে ছিলাম না। এখানে তিনদিন একসাথে অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচের তারিখ বারবার পরিবর্তন হচ্ছে,এতে আমাদের ভাগ্যেরও একটা ব্যাপার আছে। আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার,এই তারিখের পরিবর্তন আমাদের জন্যে বড় ইফেক্ট ফেলে। তারপরও আমরা প্রথম ম্যাচ যে করেই হোক জয় পেতে চাই।’

বৃষ্টির কারণে মাঠের অনুশীলনে বাংলাদেশ আরো বাড়তি দুইদিন সময় পেয়েছে। এই বাড়তি দুইদিনের অনুশীলন প্রথম ম্যাচ কত ম্যাচ কাজে দিবে এই প্রশ্নের জবাবে জিকো বলেন, ‘আমাদের দুই গ্রুপের একসাথে মিলে খেলা হয় নি। তবে যেহেতু আমরা বাড়তি দুইদিন সময় পেয়েছি তাতে কোচ আরো ভালোভাবে যাচাই বাছাইয়ের সুযোগ পেয়েছে। কোচ আমাদের ফিনিশিং নিয়ে কাজ করেছে,সেটপিচ নিয়ে কাজ করেছে৷ ফলে ম্যাচে যদি আমরা এইসব কৌশল এপ্লাই করতে পারি,তাহলে আমরা আরো স্কোরের সুযোগ পাবো।’

প্রতিপক্ষের প্রসঙ্গে জিকো বলেন, ‘খেলার আগে কখনই বলা যায় কোন টিম জিতবে। ওদের সাথে আমরা আগে কখনো খেলে নি। ওরা যেহেতু আফ্রিকা মহাদেশের দল,তাই তারা ফিজিক্যালি অনেক শক্তিশালী। আমি মনে করি ম্যাচটি দলের জন্যে অনেক কষ্টকর একটি ম্যাচ হবে। এখনো বলা যাবে না কাদের জয় হবে। ম্যাচে যারা আগে স্কোর করতে পারবে তাদের জন্যে ম্যাচে বড় একটা এডভান্টেজ তৈরি হবে।’

প্রথম ম্যাচের দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রপু। তিনি বলেন, ‘টুর্ণামেন্ট মাঠে গড়িয়েছে এটি আমাদের জন্যে সুখের। তিন তিনটা দিন আমাদেরকে খেলার জন্যে প্রস্ততি নিতে হয়েছে,আবার ফিরেও যেতে হয়েছে। এটা আমাদের পুরো দলের জন্যের কষ্টের বিষয়। আমাদের মূল লক্ষ্য খেলায় অংশ নেয়া এবং এখান থেকে ভালো কিছু অর্জন করা। সেই লক্ষ্য আমরা আগামীকাল সিশেলসের মুখোমুখি হবো এবং আশা করি খেলোয়াড়েরা তাদের শতভাগ দিবে।’

Previous articleবিওএ নির্বাচনে বাফুফের প্রতিনিধি নাবিল-মহি!
Next articleস্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুমের পর্দা উঠবে ২৭ নভেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here