জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ভুটান সফরে রয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। তবে বাংলাদেশের রক্ষণের অন্যতম স্তম্ভ তারিক কাজী এবারের দলে নেই। শুরুতে ইনজুরির কারণে তার দলে না থাকার কথা শোনা গেলেও এবার জানা গিয়েছে আসল কারণ!

ইনজুরি নয়, মূলত ফিনল্যান্ডে সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়ায় এবারের উইন্ডোতে খেলতে পারছেন না তারিক কাজী। উল্লেখ্য, বাংলাদেশের এই তারকা ডিফেন্ডারের জন্ম ও বেড়ে ওঠা ইউরোপের দেশটিতে। তাই সে দেশের নাগরিকও তিনি। ফিনল্যান্ডের প্রতিরক্ষানীতি অনুযায়ী দেশটির ১৮-২৯ বছর বয়সী সকল সুস্থ নাগরিককে সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হয়। মৌসুম শেষ হওয়ায় লম্বা ছুটি মিলেছে আর সে সুযোগে তারিক কাজীও সে প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

দলের বাইরে থাকলেও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। বাফুফের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি ভুটানের বিপক্ষে দুই ম্যাচে ভালো খেলতে সতীর্থদের প্রতি শুভকামনা জানান।

Previous articleবাংলাদেশের বিপক্ষে দলে নেই ভুটান তারকা চেনচো
Next articleজামালকে ছাড়াই বাংলাদেশ একাদশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here