বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজ বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে পরাজিত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে ছিলো বসুন্ধরার ফুটবলাররা। সফলতাও আসে দ্রুত। ম্যাচে ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। একটি থ্রু বল থেকে গোলমুখে শট নেন আর্জেন্টাইন রাউল ব্যাসেরা। তবে তা ঠেকিয়ে দেন পুলিশের গোলরক্ষক নেহাল। ফিরতি বলে শট নিয়ে তা জালে জড়িয়ে দেন রবিনহো।

ম্যাচে সমতা আসে ৪২ মিনিটে। আখমেদভের ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে গোল করে দলকে ম্যাচে ফেরান তোরে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য আবার লিড নেয় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের একটু বাইরে থেকে বাঁকানো শটে দূরের পোস্টে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন রবিনহো।

বিরতি থেকে ফিরে পুলিশ এফসি নিজেদের গুছিয়ে নিয়ে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে। ফয়সাল আহমেদের বক্সে বাড়ানো বলে পা লাগাতে ব্যর্থ হন বাবলু। এতে হতাশায় পুড়তে হয় পুলিশকে। এরপর আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসু্ন্ধরা কিংস।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্য দিকে পুলিশ নিজেদের দুই ম্যাচই হেরেছে।

Previous articleজাতীয় দলের গোলরক্ষক কোচ হলেন বিপ্লব!
Next articleব্রাদার্সকে হারিয়ে টানা দুই জয় আবাহনীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here