সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না বসুন্ধরা কিংসের। গত সপ্তাহেই মোহামেডানের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল না ভ্যালেরিউ তিতা শিষ্যরা। ঘরের মাঠে রহমতগঞ্জের জালে গুণে গুণে চার বার বল পাঠিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কিংস।
কিংস অ্যারেনায় ম্যাচের ১০ম মিনিটেই লিড নেয় কিংস। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন জোনাথন ফার্নান্দেজ। অবশ্য মিনিট দুয়েক পরেই দর্শনীয় ফ্রি কিকে রহমতগঞ্জকে সমতায় ফেরান নাবিব নেওয়াজ জীবন। এরপর কিংসের বেশ কিছু গোলের সুযোগ নস্যাৎ করে দেয় রহমতগঞ্জের রক্ষণভাগ ও গোলকিপার আহসান হাবিব বিপু। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে বক্সের ভেতর মিগুয়েলকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় পুরান ঢাকার ক্লাবটি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন মিগুয়েল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় কিংস। পক্ষান্তরে রহমতগঞ্জ খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৫৩তম মিনিটে সোহেল রানা জুনিয়রের দূরপাল্লার জোরালো শট গোলকিপার বিপুর হাত ফসকে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে ফাহিমের বাড়ানো ক্রসে দারুন হেডে জালের ঠিকানা খুঁজে নেন তপু বর্মন। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কিংস। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহামেডান। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।