বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে লিগের সফলতম দল ঢাকা আবাহনী। অথচ রাজনৈতিক অস্থিরতায় তাদের খেলা নিয়েই ছিল শঙ্কা। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে দল গোছানো আবাহনী নেয়নি কোন বিদেশি খেলোয়াড়। তবে দেশীয় খেলোয়াড়দের নিয়ে মারুফুল হকের অধীনে রীতিমত উড়ছে ধানমন্ডির জায়ান্টরা।
এবারের লিগের ৮ম রাউন্ডে এসে নিজেদের ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে আকাশী-নীলরা। এবার তাদের শিকার রহমতগঞ্জ। পুরান ঢাকার ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে তারা। মুন্সিগঞ্জে ম্যাচের শুরু থেকে দুই দলই সমানে সমান লড়তে থাকে। তবে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য লড়তে থাকে দুই দল। তবে কিছুতেই যেন জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না দুই দলের খেলোয়াড়রা।
অবশেষে ৬৮তম মিনিটে এসে জালের ঠিকানা খুঁজে পান আবাহনীর শাকিল হোসেন। ডিফেন্ডার হলেও আবাহনীতে মাঝমাঠে খেলছেন তিনি। কর্নার কিক থেকে রহমতগঞ্জ ডিফেন্ডাররা পুরোপুরি বল ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান বক্সের মাথায় অরক্ষিত অবস্থায় থাকা শাকিল, ডান পায়ের দুর্দান্ত এক শটে সেখান থেকেই লক্ষ্যভেদ করেন তিনি। দিনশেষে তার এই দুর্দান্ত গোলটি ম্যাচের নির্ধারক হয়ে যায়।
তবে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল আবাহনীর। গোলের মিনিট তিনেক পর পেনাল্টি পায় তারা, তবে বা দিকের পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন ইব্রাহিম। তারপর লিড ধরে রেখে ১-০ গোলে জিতে যায় ঢাকা আবাহনী।
এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো আবাহনী। শীর্ষে থাকা মোহামেডান থেকে ৫ পয়েন্টে পিছিয়ে তারা। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান হারানোর শঙ্কায় রহমতগঞ্জ।