দুরন্ত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে থামিয়ে দিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের মৌসুমে দুর্দান্ত সময় পার করে আসছে রহমতগঞ্জ। মোহামেডান স্পোর্টিং ক্লাবও সেরা সময়টা পার করছে। আজ লীগের সপ্তম রাউন্ডে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামে এই দুইদল। ভেন্যু পরিবর্তিত হলেও সাদা-কালোদের আটকাতে পারেনি রহমতগঞ্জ। মোহামেডানের কাছে পরাস্ত হয়েছে ৩-১ গোলে।
খেলার শুরু থেকে দুইদল নিজেদের স্বভাবসুলভ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ দেওয়াল ভাঙ্গতে পারছিলো না। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে এসে ম্যাচের ডেথলক ভাঙ্গেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের রাজু আহমেদ। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মেহেদী হাসানের লম্বা করে বাড়ানো পাস থেকে প্রতিপক্ষের রক্ষণ গলে বেরিয়ে এসে গোল করেন রাজু আহমেদ।
দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয় সাদা-কালোদের। ম্যাচের ৬৪ মিনিটে এসে ব্যবধান বাড়ায় মোহামেডানের সোলেমান দিয়াবাতে। বক্সের ডানপ্রান্ত থেকে আরিফ হোসেন কাটব্যাক করলে রহমতগঞ্জের গোলরক্ষকে ডাইভ করে আটকাতে চান;তবে তাতে ব্যর্থ হলে পায়ের আলতো টোকায় গোল আদায় করেন মোহামেডানের এই মালিয়ান ফরোয়ার্ড।
৬৯ মিনিটে ব্যবধান আরো একটু বাড়িয়ে নেয় মোহামেডান। উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের কর্ণার থেকে বল পান ফাঁকায় থাকা ইমানুয়েল সানডে। সেখান থেকে বল নিয়ে খানিকটা ভেতরে ঢুকে নিজে শট করে গোল করেন। এতে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ৩-০ তে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
৮৬ মিনিটে এসে একটি গোল শোধ দেয় রহমতগঞ্জের স্যামুয়েল বোথেং। মোস্তফা কাহরাভার বাড়ানো পাসে গোলটি করেন বোথেং। এক গোল শোধ করতে পারলেও ভাগ্যে থাকা পরাজয় এড়াতে পারে নি রহমতগঞ্জ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু পাকাপোক্ত করে নিয়েছে সাদা-কালো শিবির। ৭ ম্যাচের ৭ টিতেই জয় নিয়ে ২১ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।