বিশ্ব মানবতার ছোঁয়া পথ-প্রান্তর পেরিয়ে পৌঁছে গেছে ফুটবল মাঠে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচে বর্তমানে নির্যাতিত ফি*লি*স্তিনবাসীর পক্ষে সমর্থন জানিয়ে মাঠে নেমেছিলো দুইদল। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ম্যাচের আগে দলীয় ফটোসেশানের সময় নিজেদের ক্লাবের পতাকার পাশাপাশি ফি*লি*স্তিনের পতাকা নিয়ে ফটোসেশান করে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী জার্সিতে চোখে পড়েছে উলম্বভাবে থাকা ফি*লি*স্তিনের পতাকা।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটিতে জয় পেয়েছে রহমতগঞ্জ। ছন্দে থাকা দলটির মোস্তফা-বোথেং-সলেমন এই ট্রায়োও ছিলো আজ বরাবরের মতো অপ্রতিরোধ্য। ম্যাচে ২-০ তে জয় পায় রহমতগঞ্জ।

ম্যাচে প্রথম গোলটি আসে ২৭ মিনিটে। রহমতগঞ্জের মোস্তফা কাহরাভাকে বক্সের আশেপাশে ফাউল করলে ডাইরেক্ট ফ্রি-কিক পায় তার দল। ফ্রি কিক থেকে শট নেন সলেমন কিং কনফর্ম। সলেমনের সেই শট ঠেকিয়ে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাইম। ফিরতি বলে গোল আদায়ের চেষ্টা চালান রহমতগঞ্জের ডিফেন্ডার তানভীর হোসেন। সলেমনের পর তানভীরের শটটিও ঠেকান নাইম। তবে তৃতীয় দফা তানভীর আবার শট করলে বলকে আটকাতে পারেন নি নাইম। এতে করে ১-০ তে এগিয়ে যায় রহমতগঞ্জ।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে ৪১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি আসে। মোস্তফা-বোথেং-সলেমন ট্রায়ো ম্যাজিকে এই গোলের দেখা পায় পুরান ঢাকার দলটি। মধ্যমাঠ থেকে সলেমন কিং’কে উদ্দেশ্য করে বল দেন মোস্তফা, কিং বক্সের সামনে গিয়ে বলকে মাইনাস করলে সেখান থেকে খুব সাধারণভাবে গোল করেন রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোথেং। এই জয়ে পূর্বের মতো পয়েন্ট তালিকার চার-এ অবস্থান করছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ১১ ম্যাচে তাদের সংগ্রহ সর্বমোট ১৮ পয়েন্ট।

দিনের অন্য আরেক খেলায় জয় পায়েছে বাংলাদেশ পুলিশ এফসি। আজ তারা মুখোমুখি হয়েছিলো ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাবের। ম্যাচে ৩-০ তে জয় পেয়েছে পুলিশ এফসি। ম্যাচের প্রথমার্ধ পুরোপুরি গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো দখল নিয়ে নেয় পুলিশ এফসি। পুলিশ এফসির হয়ে আজকে গোল করছেন মোহাম্মদ বাবলু (২টি) এবং দীপক রায়(১টি)। ফকিরেরপুলের বিপক্ষে জয়ের কারণে রহমতগঞ্জের মতোই পুলিশ এফসিও পয়েন্ট তালিকায় তাদের পূর্বের ৫ম অবস্থান ধরে রেখেছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

Previous articleরাজধানীতে শুরু হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ফুটবল টুর্নামেন্ট
Next articleআজ মুখোমুখি মোহামেডান ও কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here