বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবানিজদের আতিথ্য দেবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই ম্যাচের আগে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছেন দলের আক্রমণভাগের নিউক্লিয়াস রাকিব হোসেন। দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। রাকিবের সঙ্গে একই কারণে ডিফেন্ডার সাদ উদ্দিনও এই ম্যাচে খেলতে পারবেন না। তাই কোচ হাভিয়ের ক্যাবরেরার কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কিন্তু তাই বলে তো আর বসে থাকা যায় না। তাই লেবানন ম্যাচের জন্য রাকিব ও সাদের বিকল্প হিসেবে দুই ফুটবলারকে দলে যুক্ত করেছেন বাংলাদেশ কোচ। আর তারা হলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের দীপক রায় ও ঢাকা আবাহনী লিমিটেডের আলমগীর মোল্লা। অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলে থাকলেও ২৩ জনের চূড়ান্ত দলে তারা জায়গা পাননি তারা। তবে এবার সুযোগ পেয়েছেন দীপক ও আলমগীর। এর আগে আলমগীরের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকলেও তরুণ ফরোয়ার্ড দীপক রায় এবারই প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।