বাংলাদেশ প্রিমিয়ার লীগে রানার্সআপের দৌড়ে নিজেদের আরো একধাপ এগিয়ে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের ২১ তম ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবের মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
ম্যাচে জয় পেলেও শুরুতে পিছিয়ে পড়ে ধানমন্ডি ক্লাব। ম্যাচের ১৯ মিনিটে মুরোলিমজোন আখমেদোভের গোলে ম্যাচ লিড নেয় পুলিশ ফুটবল ক্লাব। কিন্তু মিনিট চারেক পর পুলিশ ক্লাবের ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজীবের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফিরে শেখ জামাল।
ম্যাচের ৩৮ মিনিটে লিড নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলেমান সিল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় পায় শেখ জামাল।
এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি আরো পাকাপোক্ত করে নিলো শেখ জামাল ধানমন্ডি। টেবিলের তৃতীয় ও চতুর্থে থাকা ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর থেকে শেখ জামালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো পাঁচ।