রাশিয়ার বিপক্ষে হতে যাওয়া ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের মেয়েরা। ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ রাশিয়া। বিশ্ব ও ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থা আয়োজিত কোন টুর্নামেন্টে খেলতে পারছেন না ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশটি। নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থাতেই দেশটির অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল সাফের টুর্নামেন্ট খেলতে এখন বাংলাদেশে।কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২০ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নস। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া।

গতকাল বিকেলে বাফুফে ভবনে বাংলাদেশ দল ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক রুমা আক্তার ও সহ-অধিনায়ক জয়নব বিবি রিতা বলেন,  ‘ইউরোপের দল রাশিয়া, তাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমরা খুবই রোমাঞ্চিত, ম্যাচটি খেলতে আমরা মুখিয়ে আছি।’

অধিনায়ক রুমা আক্তার আরো বলেন, ‘রাশিয়া হচ্ছে ইউরোপের দল। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করছি, ভালো কিছু করব।’ বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফরম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব।’

বাংলাদেশের ম্যাচ

২০ মার্চ : বাংলাদেশ-ভুটান
২২ মার্চ : বাংলাদেশ-রাশিয়া
২৪ মার্চ : বাংলাদেশ-ভারত
২৮ মার্চ : বাংলাদেশ-নেপাল

Previous articleসাফ চ্যাম্পিয়নশিপ অংশ নিতে ঢাকায় রাশিয়া!
Next articleঅ-১৭ নারী সাফঃ বিশাল জয়ে আসর শুরু বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here