চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বসুন্ধরা কিংস বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচে রেফারি জালাল উদ্দীনের নেয়া একটি সিদ্ধান্ত নিয়ে দেশের ফুটবল অঙ্গনে উঠে নানান আলোচনা- সমালোচনার ঝড়। এক পর্যায়ে সমালোচনার প্রেক্ষিতে রেফারিজ কমিটিই ভেঙে দিয়ে নতুন করে গঠন করেন বাফুফে’র সভাপতি কাজী সালাউদ্দিন।

মূল ঘটনাটি ছিলো ১৩ ফেব্রুয়ারী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে ৮৭ মিনিটে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করলেও ঐ ম্যাচের রেফারি জালাল উদ্দীন সেটিকে ফাউলের সিদ্ধান্তে বাতিল করে দেয়। গোলের আগে বসুন্ধরা ডিফেন্ডার তপু বর্মনকে জোবে ফাউল করেছেন এমন অভিযোগে গোলটি বাতিল করা হলে শুরু হয় বিতর্কের।

শেষে ম্যাচের ভিডিও ফুটেজ ফিফার কাছে পাঠায় ফুটবল ফেডারেশন। তবে ফিফা থেকে সরাসরি জানিয়ে দেয়া হয়, ‘নীতিগত ভাবে রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে পারে না ফিফা।’ তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সুতরাং সবকিছু আবার বাফুফে’র টেবিলেই ঠেলে দিয়েছে ফিফা। রেফারিং বিতর্ক এড়াতে দ্রুতই ভিএআর আনার উদ্যোগ নিয়েছে বাফুফে।

Previous articleসিলেটও হতে পারে এএফসি কাপের ভেন্যু!
Next articleসাইফের পেনাল্টি মিসে কিংসের জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here