র‍্যাংকিংয়ে পিছিয়ে যাওয়া বাংলাদেশের ফুটবলের চিরচেনা রূপ;আবারো নিজেদের চিরচেনা রূপ ফিরে পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ প্রকাশিত ফিফার নতুন র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে দুইধাপ পিছিয়ে ১৮৬ তে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের ফিফা উইন্ডোতে তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলো হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। এছাড়া ভুটান দলের তুরুপের তাস চিনচো দলে অন্তর্ভুক্ত না থাকার কারণে বাংলাদেশ দলের পক্ষে জয় ছিলো খুবই সহজ বিষয়। তবে সেই সহজ বিষয়কে কঠিন করে দেখিয়েছে জামাল-তপুরা।

নিজেদের ছন্নছাড়া খেলার মাধ্যমে ভুটানের কাছে মাঠের লড়াইয়ে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ তে হারায় ভুটান। নিজেদের এমন বাজে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে তারা।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৬ তম;র‍্যাটিং পয়েন্ট ৮৯৬.৭১। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো ১৮৪ তে।

Previous articleস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল করের মৃত্যু
Next articleআরো একবার ভারত-বাংলাদেশের লড়াই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here