নেপালের বিরুদ্ধে দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল সিরিজে একটি জয় ও একটি ড্র করে র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়েছে জামাল ভুঁইয়ার দল।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ পূর্বের অবস্থান ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে এখন তারা ১৮৪-তে উঠে এসেছে। বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র্যাংকিং। বেড়েছে রেটিং পয়েন্টও। বর্তমানে পয়েন্ট ৯২০ যা পূর্বে ৯১৪ ছিলো।
এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে জাপান। তাদের ফিফা র্যাংকিং ২৭। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার রয়েছে ফিফা র্যাংকিংয়ে ৫৯ এবং এশিয়াতে পাঁচ নম্বরে। এছাড়া দক্ষিন এশিয়ার দল ভারত ১০৪, আফগানিস্তান ১৫০, পাকিস্তান ২০০ এবং শ্রীলঙ্কা আছে ২০৬ নম্বরে অবস্থান করছে।