মুজিব বর্ষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজটি ছিলো মূলত বাংলাদেশের ফিফা র‌্যাংকিং উন্নতির একটি প্রক্রিয়া। পূর্বে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচিতে বাংলাদেশের খেলা না থাকলেও এবার থেকে সবসময় খেলার আয়োজন করে উন্নতির ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ এমনটা আগেই জানিয়েছেন বাফুফে’র সভাপতি কাজী সালাউদ্দিন। নিজেদের পরিকল্পনার শুরুতে সফল বলা চলে ফুটবল ফেডারেশনকে।

দুই ম্যাচ সিরিজে নেপালের বিপক্ষে এক জয় ও এক ড্রয়ে র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হতে পারে জামাল ভুঁইয়াদের। বর্তমানে বাংলাদেশের রেটিং ৯১৪ পয়েন্ট। দুই ম্যাচের পর তা গিয়ে দাড়াতে যাচ্ছে ৯২১ এ। ফলে ১৮৭ থেকে এগিয়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২ হতে পারে। তবে সবকিছুই নিশ্চিত হবে ২৬ নভেম্বর ফিফা’র অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর।

দুই ম্যাচই জিতলে পয়েন্ট আরো বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। যেখানে এখন ৭ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ সেখানে ১২ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিলো তাদের। তবে শেষ ম্যাচটি ড্র হওয়ায় সুযোগটি হাতছাড়া হয়েছে। কিন্তু র‌্যাংকিংয়ে ১৫০ এর মধ্যে যাওয়ার লক্ষ্যে এগিয়ে গেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটি নিশ্চয়ই বলা যায়।

Previous articleকালই কাতার যাচ্ছে বাংলাদেশ; বাদ পড়ছেন ফাহিম ও রাসেল!
Next articleকাতারের বিপক্ষে ২৭ জনের দল ঘোষণা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here