আগামী ২২ শে সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দল ও আগামী ২৭ শে সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচকে সামনে রেখে গত ২৭ শে আগষ্ট থেকে অনুশীলন শুরু করেছিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এরই ধারাবাহিকতায় আজকেও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অনুশীলন করেছে বাংলাদেশের ফুটবলারা। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ দলের দুই ডিফেন্ডার রিমন হোসেইন ও তারিক কাজী। দুই প্রতিপক্ষ র্যাংকিংয়ে এগিয়ে থাকলে ম্যাচ নিয়ে আশাবাদী রিমন। তিনি বলেন, ‘যেহেতু এওয়ে ম্যাচ, ওইরকম প্রেসার নেওয়ার কিচ্ছু নেই। তারা আমাদের থেকে র্যাংকিংয়ে এগিয়ে। কিন্তু ফুটবলটা হচ্ছে মাঠের খেলা। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জয় পেতে চাই।’
স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাবররার অনুশীলন নিয়ে রিমন বলেন, ‘, আমাদের অনুশীলন ভালোই চলছে। এখন ফিটনেস পরবর্তীতে গেম প্ল্যানিংয়ে যাবেন কোচ। ভালোমতো অনুশীলন করতে পারলে আমরা ভালো কিছু দিতে পারব আশা করি।’
কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আগামী ২২ শে সেপ্টেম্বর। এছাড়া লীগ শেষ হয়েছে প্রায় একমাস হতে চললো। সামনে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের আগে গ্যাপটাও নেহাত কম নয়। তাই শুরুতে ক্যাবররা খেলোয়াড়দের ফিটনেসের দিকে নজর দিচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশী ফুটবলার তারিক কাজী। তারিক বলেন, ‘লীগের পর তিন সপ্তাহের বেশি ছুটি ছিল। তাই কোচ শুরুর কয়েকদিন ফিটনেসের উপরই কাজ করছেন।’