অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এখন ভারতের ওড়িশায় অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে ২৫ জুলাই যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭:৩০ টায় শুরু হবে ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার সময়ই ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিল যুবারা। আর রাউন্ড রবিন ফরম্যাটে হওয়ায় প্রতিটা ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট অর্জন করা বেশ জরুরি। তাইতো ফাইনালে চোখ রেখে শ্রীলঙ্কা ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট অর্জনে নজর বাংলাদেশের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যুবাদের কোচের দায়িত্বে থাকা বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি জানান, ‘সবারই ম্যাচের দিকে মনোযোগ। প্রস্তুতিও ভালো। তবে প্রথম ম্যাচটি সহজ হবে না। আমরা ভালো খেলার জন্য মাঠে নামবো।’
কোচের সাথে সুর মিলিয়ে দলের অধিনায়ক তানভীর হোসেনের আস্থার জায়গা, দলের সবার খেলার মধ্যে থাকা। ২৩ জনের দলের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সংখ্যা ১১ জন। বাকি ১২ জন বাফুফের এলিট একাডেমির। সবাই ম্যাচ খেলা ও অনুশীলনের মধ্যে থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তানভীর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলে কোনো ইনজুরি নেই, এই ম্যাচ খেলার জন্য সবাই মুখিয়ে আছি। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই। প্রতিটা দলই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এখানে এসেছে, আমাদের লক্ষ্যও এক। গত কিছুদিন আমরা এক সাথে অনুশীলন করেছি। আমরা প্রতিটা ম্যাচ ভাল খেলতে চাই, যা শুরু হবে শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। আশা করি ভাল কিছু হবে।’
অপরদিকে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা যাচ্ছে নানান সংকটের মধ্য দিয়ে। তবে অভ্যন্তরীণ আর্থিক ও রাজনৈতিক সেই সংকটের মাঝেও খেলাধুলায় তাদের অংশগ্রহণ থেমে নেই। দুর্দশার মধ্য দিয়ে গেলেও বাংলাদেশকে ভয় পাচ্ছে না মোটেই। উল্টো দিয়ে রেখেছে চোখ-রাঙানি! দলটির কোচ রাজামানি দেভাসাগায়াম বলেছেন, ‘শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রস্তুতি খারাপ নয়। দেশের সংকটে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না। আমরা অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করার চেষ্টা করবো। আশা করছি আমরা ভালো ফল উপহার দিতে পারবো।’