অবশেষে দেশের জার্সি গায়ে জড়িয়েছেন বর্তমানে বাংলাদেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। আজ দলের সাথে প্রথম অনুশীলন করেছে হামজা। এতে করে তার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়।

ফিফা  আন্তর্জাতিক  বিরতিতে দেশে এসে খুব ব্যস্ত সময় পার করেছে হামজা। দেশে আসার পর আজ দলের সাথে অনুশীলন করেছেন হামজা। আজ প্র‍্যাক্টিস সেশন নিয়ে গণমাধ্যম কর্মীসহ সবার মধ্যে তীব্র আগ্রহ  কাজ করছিলো। বরাবরের মতো অনুশীলন শুরুর প্রথম ১৫ মিনিট গণমাধ্যমের জন্য বরাদ্দ ছিলো। ওইসময় খেলোয়াড়দের হালকা ব্যায়ামের পাশাপাশি বল পাসিং করতে দেখা গিয়েছে। নিজের অনুশীলনে সতীর্থদের সাথে বেশ মানিয়ে নিয়েছে হামজা। অনুশীলনের পাশাপাশি নিজের সতীর্থদের সাথে খুনসুটিতে মাততেও দেখা গিয়েছে শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়কে।

আগামী ২৫ শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ ঘাম ঝরিয়েছে বেঙ্গল টাইগাররা। আগামীকাল ২০ শে মার্চ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। দুই ধাপে বিমান যাত্রা শেষ করে নিজেদের গন্তব্য এ পৌঁছাবে হ্যাভিয়ার ক্যাবররার দল। প্রথমে ঢাকা থেকে কলকাতা এবং পরে কলকাতা থেকে শিলংয়ে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বেশ ভালো সময় পার করছে ভারত। বহুদিন পর জয়ের দেখা পেয়েছে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ তে জয় পায় ভারত। নিজের প্রত্যাবর্তনের দিনে গোলের দেখা পান সুনীল ছেত্রী।

Previous articleমালদ্বীপকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশকে সতর্ক করলো ভারত!
Next articleআজ বাফুফের নির্বাহী কমিটির তৃতীয় সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here