জামাল,তারিকদের পর বাংলার ফুটবল মাঠে আরো এক প্রবাসী ফুটবলারের পা পড়লো। নাম তার ইউসুফ জুলকারনাইন হক। বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণের জন্ম ও বেড়েউঠা ইংল্যান্ডে। প্রতিভাবান এই তরুণ ফুটবলার ডাক পেয়েছেন আসন্ন এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের কোয়ালিফায়ার্স রাউন্ডের টাইগার স্কোয়াডে।

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ-১ এর ক্লাব ইপসউইচ টাউন ফুটবল ক্লাবে খেলেন বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব লাভকারী এই ফুটবলার। ইপসউইচের অ-১৮ দলে খেলার পাশাপাশি অ-২৩ দলেও নিজের জায়গা করেন নিয়েছেন জুলকারনাইন। আসন্ন এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে গতকাল সকালে ঢাকার এসে পৌঁছান জুলকারনাইন। বাংলাদেশে এসে দলের সাথে অ-২৩ দলের ফুটবল ক্যাম্পিংয়ে যোগ দিয়েছেন এই তরুণ তুর্কি।

ফুটবলকে ধ্যানজ্ঞান করা ইউসুফ তার বাবার অনুপ্রেরণাতেই ফুটবলের প্রতি আগ্রহী হন। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপসইউচ টাউনে হয়ে খেলি। ফুটবলই আমার ধ্যানজ্ঞান। বাবাই আমাদের সাহস জোগান।’

জুলকারনাইনের দাদা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাই দেশের প্রতি জুলকারনাইনের টান জন্মগতভাবে। এই প্রসঙ্গে জুলকারনাইন জানান, ‘আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় দেশের জন্যে নিজের জীবন বাজি রেখেছিলেন। তাই আমি দেশের ফুটবলটাকে নিয়ে যুদ্ধ করতে চাই। পাশাপাশি লাল-সবুজ পতাকাকে নিজের বক্ষে ধারণ করতে চাই।’

আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের কোয়ালিফায়ার্স রাউন্ড। কোয়ালিফায়ার্স রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত অ-২৩ দল। মূল স্কোয়াডে সুযোগ পেলে উক্ত টুর্ণামেন্টেই লাল-সবুজের যুব দলের জার্সিটা প্রথম গায়ে জড়াবেন ইউসুফ জুলকারনাইন হক।

Previous articleপেনাল্টিটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বললেন অস্কার!
Next articleরুপু-জিকোর কাঠগড়ায়ও সেই উজবেক রেফারি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here